
স্টাফ রিপোর্টার
ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র পদপ্রার্থী আতিকুল ইসলামের মনোনয়নপত্র সংগ্রহকারী একনিষ্ঠ সহযোগি জাহাঙ্গীর হোসেন যুবরাজ নিজেই এখন প্রার্থী হিসেবে আলোচিত। জানা যায়, সিটি নির্বাচনে ঢাকা উত্তরের নবীনতম ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থীদের মধ্যে তিনিই সর্বকনিষ্ঠ!
রোববার (৩ ফেব্রুয়ারি) এলাকার সুধী সমাজ প্রতিনিধি প্রাক্তন শিক্ষক আনোয়ার হোসেন বলেন, ‘উত্তর সিটি করপোরেশনের নতুন তালিকা অনুসারে নবীনতম সদস্য হরিরামপুর ইউনিয়ন নিয়ে গঠিত ৫৪নং ওয়ার্ড। আর সে ওয়ার্ড থেকেই কাউন্সিলর পদে কনিষ্ঠতম প্রার্থী হচ্ছেন যুবরাজ।
সর্বশেষ ইউনিয়ন পরিষদ নির্বাচনে এ এলাকা থেকে ইউপি সদস্য নির্বাচিত হয়েছিলেন যুবরাজ।’
এ ব্যাপারে জাহাঙ্গীর হোসেন যুবরাজ বলেন, ‘বিষয়টি জানতে পেরে আমই সত্যি আনন্দিত। আর এলাকার মানুষের জন্য কাজ করে আমি এর মূল্যায়ন নিশ্চিত করতে চাই। তরুণদের অংশগ্রহণের সুযোগ দিয়ে দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে সময়োপযোগী পদক্ষেপ নিয়েছেন দেশের বিচক্ষণ সরকার প্রধান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।’
তিনি আরো বলেন, ‘আমার বিশ্বাস বাংলাদেশের প্রতিটি ক্ষেত্রের মত রাজনীতিতেও আধুনিকায়ণ প্রক্রিয়া শুরু করেছেন তিনি। একমাত্র একজন বিচক্ষণ ও সুযোগ্য নেতাই সেটি করতে পারেন।’
তার মতে, ‘নতুন প্রজন্মের প্রতি নেত্রীর এমন ইতিবাচক মনোভাব নিশ্চিতভাবেই বাংলাদেশের তরুণ সমাজকে গঠনমূলক ও ইতিবাচক রাজনৈতিক চর্চায় উদ্বুদ্ধ করবে যা উন্নয়নশীল বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ।’
প্রজন্মের নেতৃত্বকে মূল্যায়ণ করায় মাননীয় প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা ও স্থানীয় সাংসদ এড. সাহারা খাতুনসহ দলের সকলের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।
উল্লেখ্য, এবারের নির্বাচনকে সামনে রেখে স্থানীয় সরকার বিভাগের প্রকাশিত গেজেটের তথ্য মতে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের হরিরামপুর ইউনিয়নকে ৫২, ৫৩ ও ৫৪ নম্বর ওয়ার্ডে বিভক্ত করা হয়েছে। আর ৫৪নং ওয়ার্ড কাউন্সিলর হিসেবে নিজের মনোনয়ন দাখিল করেছেন এই তরুণ রাজনৈতিক নেতা।
আপনার মন্তব্য