
স্টাফ রিপোর্টার
আপিলে বৈধতা পেলেন জাতীয় পার্টি মনোনীত মেয়র প্রার্থী ব্যান্ড তারকা শাফিন আহমেদ। এর ফলে আসন্ন ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) উপ-নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ পেলেন তিনি।
এর আগে ঋণ খেলাপি দেখিয়ে তার মনোনয়নপত্র বাতিল করেন ডিএনসিসির রিটার্নিং কর্মকর্তা মো. আবুল কাসেম। পরে বিভাগীয় কমিশনারের কার্যালয়ে নির্বাচনি ট্রাইব্যুনালে আপিল করেন শাফিন।
আজ বুধবার ( ৬ ফেব্রুয়ারি) শুনানি শেষে শাফিন আহমেদের প্রার্থিতা বৈধ ঘোষণা করা হয়। তার প্রার্থিতা ফিরে পাওয়ার তথ্যটি সাংবাদিকদের জানান রিটার্নিং কর্মকর্তা আবুল কাসেম।
তফসিল অনুযায়ী এ সিটিতে মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ৯ ফেব্রুয়ারি, প্রতীক বরাদ্দ ১০ ফেব্রুয়ারি এবং ভোটগ্রহণ করা হবে ২৮ ফেব্রুয়ারি।
আপনার মন্তব্য