
স্টাফ রিপোর্টার
শরীয়তপুর সদর হাসপাতালে ডেঙ্গুজ্বরে আক্রান্ত রোগীদের মাঝে তৃতীয় বারের মতো খাবার বিতরণ করলেন শরীয়তপুর-১ (পালং-জাজিরা) আসনের সংসদ সদস্য এবং বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ইকবাল হোসেন অপু এমপি।
৯ আগষ্ট শুক্রবার দুপুর ১২ টার দিকে শরীয়তপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন ২৩ জন ডেঙ্গুজ্বরে আক্রান্ত রোগীদের মাঝে এ খাবার বিতরণ করা হয়।
এ সময় শরীয়তপুরের সিভিল সার্জন ডাঃ মোঃ খলিলুর রহমান, সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ মোঃ আব্দুল্লাহ, সদর হাসপাতালের প্রধান সহকারী বজলুর রশিদ, সাবেক ছাত্রনেতা জামাল ফকির, ছাত্রনেতা আসাদুজ্জামান শাওন, চিতলিয়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক জসিম ফকির, রুদ্রকর ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাবু মোল্লা এবং পলাশ খান উপস্থিত ছিলেন।
এ সময় জেলা সিভিল সার্জন ডাঃ মোঃ খলিলুর রহমান বলেন, শরীয়তপুরে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় একজন শিক্ষিকার মৃত্যু হয়েছে। বর্তমানে শরীয়তপুর সদর হাসপাতালসহ বিভিন্ন বেসরকারি হাসপাতালে ৪১ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগী চিকিৎসাধীন রয়েছে। আমরা চেষ্টা করছি সঠিক চিকিৎসার মাধ্যমে ডেঙ্গু রোগে আক্রান্ত রোগীদের সারিয়ে তুলতে।
আপনার মন্তব্য