স্টাফ রিপোর্টার
কোন অপ্রীতিকর ঘটনা ছাড়াই ২০১৭-২০১৮ অর্থ বছরে শরীয়তপুর সদর উপজেলার ডোমসার ইউনিয়নের গরীব অসহায় ও দরিদ্রদেরকে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে সরকারের বিশেষ ভিজিএফ কর্মসূচীর আওতায় চাল বিতরণ সম্পন্ন হয়েছে।
৭ জুন বৃহস্পতিবার সকাল ৮টায় ডোমসার ইউনিয়ন পরিষদ হলরুমে এ চাল বিতরণ করা হয়।
সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা ১ হাজার ৮শ ৩১ জনকে চাল বিতরণ করা হয়। এর আগের দিন অর্থাৎ ৬ জুন দুপুর সাড়ে ১২টায় তিনটি মাহেন্দ্র ট্রলিতে করে ৩শ ৫০ বস্তা চাল আংগারিয়া খাদ্য গুদাম থেকে ডোমসার ইউনিয়ন পরিষদে এসে পৌছালে চেয়ারম্যান চাঁন মিয়া মাদবর তা বুঝে রাখেন। ৭ জুন সেই চাল অত্যন্ত যতœ সহকারে বিতরণ করা হয়েছে।
ডোমসার ইউনিয়নের ৯৬৬ নং কার্ডধারী বাচ্চু মাদবর বলেন, আমি এই প্রথম বারের মতো চাল পেলাম। চেয়ারম্যান সাহেবের বিশেষ বরাদ্দ থেকে আমাকে ১০ কেজি চাল দিয়েছেন। আমি তার প্রতি অনেক খুশি। আমি তার দীর্ঘায়ু কামনা করি।
এ সময় ডোমসার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চাঁন মিয়া মাদবর এবং ট্যাগ অফিসার নূরুল ইসলাম উপস্থিত ছিলেন। আর চাল বিতরণের ক্ষেত্রে সার্বিক সহযোগিতা করেছেন ডোমসার ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আমির হোসেন সরদার।
আপনার মন্তব্য