স্টাফ রিপোর্টার
অন্তর্বাসে করে লুকিয়ে আনার সময় ২৪ পিস সোনাসহ এক নারীকে আটক করেছে শুল্ক গোয়েন্দা। আটক ওই নারীর নাম লাকি আক্তার।
মঙ্গলবার (০৯ জানুয়ারি) দুপুরে তাকে আটক করা হলেও মামলা দায়ের শেষ করে রাত ১১টার দিকে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে তা জানানো হয়।
শুল্ক গোয়েন্দা বিভাগের মহাপরিচালক ড. মঈনুল খান এ তথ্য নিশ্চিত করেছেন।
বিমান বন্দর সূত্র জানায়, জান্নাতুল ফেরদৌস (২৩) ভুয়া এ নাম দিয়ে চট্টগ্রাম থেকে ফ্লাইটে করে শাহজালাল বিমানবন্দরে আসেন লাকি আক্তার। এরপর তার গতিবিধি সন্দেহজনক হলে তার দেহ তল্লাশি করা হয়। এক পর্যায়ে তার অন্তর্বাসে ২৪ পিস সোনা পাওয়া যায়।
ওই সোনার ওজন ২ কেজি ৭৮৫ গ্রাম। এর মূল্য প্রায় ১ কোটি ৩৯ লাখ টাকা। পরে তার নাম লাকি আক্তার বলে জানা যায়। এ ঘটনায় বিমানবন্দর থানায় মামলা হয়েছে।
আপনার মন্তব্য