স্টাফ রিপোর্টার
ত্রিপুরায় আসন্ন বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশ-ভারত সীমান্তে কঠোর নিরাপত্তা জারি করেছে ভারতের ত্রিপুরা রাজ্য সরকার।
শনিবার (৩০ ডিসেম্বর) আসন্ন নির্বাচনের পরিবেশ সুষ্ঠু রাখার জন্য কেন্দ্রীয় আধাসামরিক বাহিনী ত্রিপুরায় যাওয়া শুরু করেছে।
ত্রিপুরার নির্বাচন কমিশনের এক কর্মী ইন্ডিয়ান এক্সপ্রেসের বরাত দিয়ে বলেন, ‘আগামী বছরের জানুয়ারি মাসে অনুষ্ঠিতব্য বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশ-ত্রিপুরার প্রায় ৮৫৬ কিলোমিটার সীমান্তে অতিরিক্ত সীমান্তরক্ষী মোতায়ন করা হবে।
ত্রিপুরার প্রধান নির্বাচন কর্মকর্তা শ্রীরাম তরণীকান্তি বলেন, ‘গত দুদিন আগে বিএসএফের মহা পরিদর্শকের সাথে এ ব্যাপারে একটা আলোচনা সভা হয়েছে। বাংলাদেশ সীমান্তসহ সকল নির্বাচন কেন্দ্র জিপিএস ব্যবহারের মাধ্যমে নিয়ন্ত্রণ করা হবে।
তিনি বলেন, ‘আশা করছি, সীমান্তে অযাচিত কেউ যাতে না আসতে পারে সেজন্য আগামী সপ্তাহ থেকেই কঠোর সতর্কতা কার্যক্রম শুরু করা হবে।
আপনার মন্তব্য