মোঃ নাসির খান
কোন সমস্যা ছাড়াই শান্তিপূর্ণ ভাবে শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ উপজেলার দক্ষিণ তারাবুনিয়া ইউনিয়ন পরিষদের নির্ধারিত জেলে কার্ডের চাল বিতরণ সম্পন্ন হয়েছে। ১ হাজার ১শ ৫৭ জন জেলেকে ৪০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে।
৮ মে মঙ্গলবার সকাল ৮ থেকে শুরু হয়ে একটানা বিকেল ৩ পর্যন্ত চাল বিতরণ চলে।
দক্ষিণ তারাবুনিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুদ্দিন দরজীর সভাপতিত্বে অনুষ্ঠিত চাল বিতরণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাব্বির আহম্মেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার থান্ডার খাইরুল হাসান, উপজেলা সহকারী মৎস কর্মকর্তা আব্দুস সামাদ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এবং ট্যাগ অফিসার মোঃ সালাউদ্দিন।
চাল বিতরণ শেষে দক্ষিণ তারাবুনিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুদ্দিন দরজী বলেন, আল্লাহ’র রহমতে এবার জেলেদের চাল সঠিক ভাবে বিতরণ করতে সক্ষম হয়েছি। সাবেক চেয়ারম্যান মোঃ শাহ জালাল মাল জেলে কার্ডের চাল বিতরণের ব্যাপারে আমার বিরুদ্ধে মিথ্যে অভিযোগ এনেছেন। তিনি যে অভিযোগ এনেছেন তা সত্য নয়। এখানে যে সকল জেলের কার্ড রয়েছে, কেবল মাত্র তাদেরকেই চাল দেয়া হয়েছে। সাবেক চেয়ারম্যান কিছু ভুয়া জেলেকে নিয়ে ষড়যন্ত্রের পায়তারা করছেন। তিনি যতোই ষড়যন্ত্র করুক না কেন, দক্ষিণ তারাবুনিয়ার জনগন তা সফল হতে দেবে না। সাবেক চেয়ারম্যান আমার বিরুদ্ধে বার বার কেন মিথ্যা মামলা ও মিথ্যা অভিযোগ করছেন, তা আমি জানি না। আমি তো তার কোন ক্ষতি করিনি। আমার বিরুদ্ধে যে মিথ্যে অভিযোগ আনা হয়েছে তার বিচার আমি এলাকার জনগনের উপর ছেড়ে দিলাম। আমি আশা রাখি এর বিচার আপনারা করবেন। আর তিনি আমার বিরুদ্ধে যে অপপ্রচার করেছেন তা আজ চাল বিতরণের মধ্য দিয়ে মিথ্যে প্রমাণিত হলো। দক্ষিণ তারাবুনিয়ার সকল জনগন তার এ অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে।
ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাব্বির আহম্মেদ বলেন, দক্ষিণ তারাবুনিয়ার কার্ডধারী জেলেদের চাল বিতরণ সম্পন্ন হয়েছে। দক্ষিণ তারাবুনিয়ার চেয়ারম্যান নূরুদ্দিন দরজী অত্যন্ত সুন্দর ভাবে চাল বিতরণ করেছেন। কোন সমস্যা ছাড়াই শান্তিপূর্ণ ভাবে চাল বিতরণ করেছেন। আমি আশা করি এ চাল বিতরণের ফলে গরীব জেলেরা সুন্দর ভাবে জীবন যাপন করতে পারবেন।
দক্ষিণ তারাবুনিয়ায় জেলে কার্ডের চাল বিতরণ সম্পন্ন
মে ১১, ২০১৮ , ২২:৪৬
আপনার মন্তব্য