স্টাফ রিপোর্টার
দারুল ইহসান বিশ্ববিদ্যালয়ের সনদের গ্রহণযোগ্যতার বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের জারি করা অফিস আদেশটি স্থগিত করা হয়েছে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়। ২৮ আগস্ট মঙ্গলবার এ আদেশটি স্থগিত করা হয়।
খোঁজ নিয়ে জানা গেছে, সনদ বিক্রির অভিযোগে আদালতের আদেশে বন্ধ হয়ে যাওয়া বেসরকারি দারুল ইহসান বিশ্ববিদ্যালয়ের সনদের গ্রহণযোগ্যতার বিষয়ে মঙ্গলবারের দেয়া অফিস আদেশ নিয়ে প্রশ্ন তুলেছেন মন্ত্রনালয়ের একাধিক ঊর্ধ্বতন কর্মকর্তা।
মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের বেসরকারি মাধ্যমিক-৩ শাখার উপ-সচিব কামরুল হাসান স্বাক্ষরিত অফিস আদেশে উচ্চ আদালতের আদেশে দারুল ইহসানের সনদের গ্রহণযোগ্যতার বিষয়ে স্কুল ও কলেজ ব্যবস্থাপনা কমিটির সিদ্ধান্তই চূড়ান্ত বলে জানানো হয়েছিল।
একই সঙ্গে আদেশে দারুল ইহসানের সনদের ভিত্তিতে নিয়োগপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদেরও এমপিওভুক্ত করতে অধিদপ্তরকে বলা হয়েছিল।
জানা গেছে, আদালতের রায় নিয়ে আইনজ্ঞদের সঙ্গে আলোচনার পর পরবর্তীতে নতুন অফিস আদেশ জারি করবে মন্ত্রনালয়।
আপনার মন্তব্য