
স্টাফ রিপোর্টার
দিনাজপুরে হাকিমপুর উপজেলায় বাংলাদেশ ভূতাত্বিক জরিপ অধিদপ্তর (জিএসবি) লোহার আকরিকের (ম্যাগনেটাইট) খনি পেয়েছে। দুই মাস ধরে কূপ খনন এবং অধিকতর পরীক্ষা-নিরীক্ষা করার পর জিএসবির কর্মকর্তারা গতকাল এ তথ্য নিশ্চিত করেন। বাসস।
জিএসবির উপ-পরিচালক মোহাম্মদ মাসুম জানান, কূপ খনন করে ভূগর্ভের এক হাজার ৩শ ৩০ ফুট নীচে প্রায় ৪শ ফুট পুরুত্বের লোহার আকরিকের একটি স্তর পাওয়া গেছে। বাংলাদেশে এ ধরনের এই আবিষ্কার প্রথম।
খনন কাজে নিয়োজিতরা জানান, বিশ্বের যে কয়েকটি দেশে লোহার খনি আবিষ্কার হয়েছে, সেসব খনির লোহার মান ৫০ শতাংশের নীচে। আর বাংলাদেশের এই খনিতে লোহার পারসেন্ট ৬০ শতাংশের উপরে। ভূতাত্বিক জরিপ অধিদপ্তরের নিজস্ব ল্যাব ও জয়পুরহাট বিসিএসআইআর পরীক্ষাগারে পরীক্ষা শেষে এ তথ্য পাওয়া গেছে। দেশে লোহার খনি আবিষ্কার এই প্রথম। যার ব্যপ্তি ৬ থেকে ১০ স্কয়ার কিলোমিটারের মধ্যে হতে পারে। সেখানে কপার, নিকেল এবং ক্রোমিয়ামেরও উপস্থিতি রয়েছে।
এর আগে ভূতাত্বিক জরিপ অধিদপ্তর ২০১৩ সালে ওই গ্রামের ২ কিলোমিটার পূর্বে মুশিদপুর এলাকায় কুপ খনন করে খনিজ পদার্থের সন্ধান পেয়েছিল। সে গবেষণার সূত্র ধরে চলতি বছরের এপ্রিল থেকে হাকিমপুর উপজেলার ইসবপুর গ্রামে কূপ খনন শুরু হয়। ১ হাজার ৩শ ৮০ থেকে ১ হাজার ৭শ ৫০ ফুট গভীরতা পর্যন্ত খননকালে সেখানে আশার আলো দেখা যায়। দীর্ঘ চেষ্টার পর এক হাজার ৭শ ৫০ ফুট গভীরে খনন করে লোহার খনির সন্ধান মিলে। সেখানে প্রায় ৪শ ফুট পুরুত্বের লোহার আকরিকের এই স্তরটি পাওয়া যায় বলে জিএসবি কর্মকর্তারা জানান।
আপনার মন্তব্য