
স্টাফ রিপোর্টার
বাংলাদেশ আওয়ামী যুবলীগ শরীয়তপুর সদর উপজেলা শাখার সভাপতি এবং সাপ্তাহিক বালুচর পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক বিল্লাল হোসেন দিপু মিয়াকে শরীয়তপুর সদর উপজেলা স্কুল ম্যানেজিং কমিটির শ্রেষ্ঠ সভাপতি নির্বাচিত করায় শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) কেন্দ্রীয় কমিটির সভাপতি শহীদুল ইসলাম পাইলট এবং বিএমএসএফ শরীয়তপুর জেলা শাখার আহ্বায়ক এম.এ ওয়াদুদ মিয়া।
বিল্লাল হোসেন দিপু মিয়া ২০১৩ সাল থেকে ১২৩নং শিবপুর রনখোলা এ্যাডভোকেট হাজী সুলতান মিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতির দায়িত্ব পালন করে আসছেন। তিনি সভাপতি থাকাকালিন বিদ্যালয়টিকে সুন্দও এবং পরিচ্ছন্ন ভাবে পরিচালনা করেছেন। তারই স্বীকৃতি স্বরূপ নির্বাচক কমিটি বিল্লাল হোসেন দিপু মিয়াকে সদর উপজেলার শ্রেষ্ঠ সভাপতি নির্বাচিত করেছেন।
আপনার মন্তব্য