স্টাফ রিপোর্টার
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, দুর্নীতির বিষয়ে জিরো টলারেন্স নীতি গ্রহণ করতে হবে। শিক্ষাভবন পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) সংশ্লিষ্টদের কোনো দুর্নীতি সহ্য করা হবে না।
রোববার (২৪ ডিসেম্বর) ঢাকায় শিক্ষাভবনে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) সম্মেলন কক্ষে অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে ল্যাপটপ ও প্রশিক্ষণ সনদ বিতরণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ সব কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, সঠিকভাবে ও সময়মতো পরিদর্শন ও নিরীক্ষা না হলে শিক্ষা-প্রতিষ্ঠানগুলোতে জবাবদিহিতা থাকে না। শিক্ষার মান উন্নয়নেও পরিদর্শন এবং নিরীক্ষা একটি গুরুত্বপূর্ণ উপাদান।
তিনি বলেন, পরিদর্শন ও নিরীক্ষা সঠিকভাবে প্রতিষ্ঠান পরিচালনা এবং মান উন্নয়নের জন্য তাগিদ সৃষ্টি করে।
দক্ষ প্রধান শিক্ষক বা অধ্যক্ষদের মাধ্যমে শিক্ষা-প্রতিষ্ঠানের পিয়ার পরিদর্শন ও নিরীক্ষা কার্যক্রম গতিশীলতা পাবে বলে তিনি আশা প্রকাশ করেন।
প্রশিক্ষণে অর্জিত দক্ষতা কাজে লাগাতে হবে। আধুনিক প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে অর্পিত দায়িত্ব আরো দক্ষতার সঙ্গে সম্পন্ন করার জন্য তিনি ডিআইএ-এর কর্মকর্তাদের প্রতি আহবান জানান মন্ত্রী।
ডিআইএ’র পরিচালক প্রফেসর আহমদ সাজ্জাদ রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ড. এস এম ওয়াহিদুজ্জামান, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের যুগ্ম-সচিব আহমেদ শামীম আল-রাজী এবং ডিআইএ-এর যুগ্ম-পরিচালক বিপুল চন্দ্র সরকার বক্তৃতা করেন।
অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ২৭ জন কর্মকর্তার মধ্যে ল্যাপটপ বিতরণ এবং পরিদর্শন ও নিরীক্ষা এবং ই-ফাইলিং প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের সনদও প্রদান করেন।
আপনার মন্তব্য