
সাভারের আশুলিয়া থেকে আব্দুল কাইয়ুম
ঋণের টাকা পরিশোধ করতে নিজের অপহরণের নাটক সাজিয়ে ফেঁসে গেলেন আশুলিয়ার শাহাদাত হোসেন নামে এক পোশাক শ্রমিক।
তবে পুলিশের চৌকশ অভিযানে নাটক সাজানো সেই পোশাক শ্রমিককে উদ্ধার করে গ্রেপ্তার দেখানো হয়েছে।
শুক্রবার ভোরে তাকে আশুলিয়ার ভাদাইল এলাকা থেকে উদ্ধার করেন পুলিশের উপ-পরিদর্শক মনিরুজ্জামান মোল্লা ও বিলায়েত হোসেন।
আটক শাহাদাত হোসেন বগুড়ার জেলার শেরপুর থানার চরপাথালীয়া গ্রামের মো. মিন্টু মন্ডলের ছেলে। তিনি আশুলিয়ার গাচীরচট এলাকায় বসবাস করতেন এবং ডিইপিজেডের ইয়াংওয়ান পোশাক কারখানায় কাজ করতেন। ঋণের টাকা শোধ করতে এমন অপহরণের নাটক সাজিয়েছেন বলে প্রাথমিকভাবে নিশ্চিত করেন পুলিশ।
মামলার তদন্তকারী কর্মকর্তা ও আশুলিয়া থানার উপপরিদর্শক বিলায়েত হোসনে জানান, গত মঙ্গলবার (১২ ফেব্রুয়ারি) বিকালে অফিস ছুটির পর থেকে নিখোঁজ ছিলেন শাহাদাত হোসেন। প্রথমে মুঠোফোনটিও বন্ধ পাওয়া যায়। পরে রাতে সেই মুঠোফোন থেকেই অপর একজন ফোন দিয়ে তার বাবা-মার কাছে ১ লাখ টাকা মুক্তিপণ দাবী করে।
বিলায়েত হোসেন আরও জানান, বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাকে আশুলিয়া ভাদাইল এলাকা থেকে উদ্ধার করা হয়। বিষয়টি সন্দেহজনক হলে অপহৃত শাহাদাত মন্ডলকে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে সে স্বীকার করে, টাকার জন্য নিজেই নিজেকে অপহরণের নাটক সাজায়। অপহরণের নাটক সাজানো ও প্রতারণার অভিযোগে তাকে আটক করা হয়।
১৩ ফেব্রুয়ারি বাবা মিন্টু মন্ডলের লিখিত অভিযোগের ভিত্তিতে আশুলিয়া থানায় মামলা দায়ের করা হয়।
আপনার মন্তব্য