স্টাফ রিপোর্টার
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে সাজা দেওয়ার প্রতিবাদে ও তার নিঃশর্ত মুক্তির দাবিতে সারাদেশে আবারও তিন দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।
১৫ ফেব্রুয়ারি বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংবাদ সম্মেলন করে এ কর্মসূচির কথা জানান।
নতুন কর্মসূচির মধ্যে ১৭ ফেব্রুয়ারি গণস্বাক্ষর অভিযান চালাবে দলটি। ১৮ ফেব্রুয়ারি সব জেলা প্রশাসকের কাছে স্বারক লিপি প্রদান এবং ২০ ফেব্রুয়ারি শুধু ঢাকা মহানগর ছাড়া বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে।
ঘোষিত সব কর্মসূচিই দেশব্যাপী পালন করা হবে বলে জানিয়েছেন মির্জা ফখরুল।
ইতোমধ্যে খালেদা জিয়াকে সাজা দেওয়ার প্রতিবাদে এবং তার মুক্তির দাবিতে গত তিন দিন টানা কর্মসূচি পালন করেছে বিএনপি। এর মধ্যে সোমবার জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও মঙ্গলবার রাজধানীর নয়াপল্টন দলীয় কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি এবং বুধবার প্রেসক্লাবের সামনে অনশন কর্মসূচি পালন করে বিএনপি।
সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, নিতাই রায় চৌধুরী, আব্দুল আউয়াল মিন্টু, চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদীন ফারুক, আতাউর রহমান ঢালী, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ প্রমুখ উপস্থিত ছিলেন।
জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় ৮ ফেব্রুয়ারি খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়। এ ছাড়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ বাকি পাঁচ আসামির প্রত্যেককে ১০ বছর করে কারাদণ্ড ও দুই কোটি ১০ লাখ ৭১ হাজার টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়।
আপনার মন্তব্য