
স্টাফ রিপোর্টার
আসছে বাংলা নববর্ষ ১৪২৬। এ উপলক্ষ্যে দেশব্যাপী চলমান ডিজিটাল ক্যাম্পেইনের আওতায় এলইডি ও স্মার্ট টেলিভিশনে ১৪.২৬ শতাংশ নগদ ছাড় দেয়ার ঘোষণা দিয়েছে বাংলাদেশি মাল্টিন্যাশনাল ইলেকট্রনিক্স ব্র্যান্ড ওয়ালটন। এ সুযোগ থাকছে এপ্রিলের ১৫ তারিখ পর্যন্ত। ওয়ালটনের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিক্রয়োত্তর সেবা আরো সহজতর করতে গ্রাহকদের অনলাইন ডাটাবেজ তৈরির জন্য ডিজিটাল ক্যাম্পেইন চালাচ্ছে ওয়ালটন। গত ৯ জানুয়ারি থেকে চলছে এই আয়োজনের ৪র্থ পর্ব বা সিজন ফোর। এর আওতায় ক্রেতারা দেশের যে কোনো ওয়ালটন প্লাজা ও পরিবেশক শোরুম থেকে টিভি কিনে রেজিস্ট্রেশন করলেই পেতে পারেন ১৪.২৬ শতাংশ নগদ ছাড়। রয়েছে নিশ্চিত ক্যাশব্যাক পাওয়ার সুযোগ।
এসব সুবিধার পাশাপাশি ওয়ালটন ই-প্লাজা থেকে অনলাইনে এলইডি ও স্মার্ট টিভি ক্রয়ের ক্ষেত্রে ক্রেতারা মডেল ভেদে ৫ থেকে ১০ শতাংশ ছাড়সহ ফ্রি হোম ডেলিভারি সুবিধা পাচ্ছেন। ই-প্লাজা থেকে ৩২ ইঞ্চি এলইডি টিভি ৫ শতাংশ ছাড়ে ১৬ হাজার ৬২৫ টাকায় কেনা যাচ্ছে। আর একই সাইজের ‘এন্ড্রয়েড সেভেন অপারেটিং সিস্টেমের স্মার্ট টিভি মিলছে ২১ হাজার ৭৫৫ টাকায়।
ওয়ালটনের নির্বাহী পরিচালক উদয় হাকিম বলেন, পহেলা বৈশাখ বাঙালির প্রধান সার্বজনীন উৎসব। এই উৎসব উপলক্ষ্যে টেলিভিশনের ক্রেতাদের জন্য এটা ওয়ালটনের বিশেষ উপহার।
আপনার মন্তব্য