
স্টাফ রিপোর্টার
‘‘শরীয়তপুরে হতোদরিদ্র চাউল বিক্রয় কেন্দ্রে গিয়ে কান্নায় ভেঙ্গে পড়লেন মহিলা মেম্বার ফিরোজা বেগম’’ এই শিরোনামে দৈনিক ভোরের সময় পত্রিকায় নিউজ করার কারণে বিগত এক বছর পর দৈনিক ভোরের সময় পত্রিকার সাংবাদিক আবদুল বারেক ভূইয়াকে প্রাণনাশের হুমকি দিলেন পালং ইউনিয়ন পরিষেদের ২নং ওয়ার্ড মেম্বার আবুল হাসেম খান।
আবুল হাসেম খানের প্রাণনাশের হুমকির কারণে উক্ত সাংবাদিক শংকিত হয়ে পড়েছেন। এখন তিনি জীবনের নিরাপত্তা চেয়ে পালং মডেল থানায় সাধারণ ডায়েরী করেছেন।
ঘটনার বিবরণে জানা যায়, গত বছর ২৪ মার্চ রবিবার দৈনিক ভোরের সময় পত্রিকায় ‘‘শরীয়তপুরে হতোদরিদ্র চাউল বিক্রয় কেন্দ্রে গিয়ে কান্নায় ভেঙ্গে পড়লেন মহিলা মেম্বার ফিরোজা বেগম’’ এই শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। উক্ত সংবাদের বরাত দিয়ে চলতি বছরের ১২ জুন শুক্রবার বিকেলে শরীয়তপুর সদর উপজেলার নড় বালাখানা চৌরাস্তায় পালং ইউনিয়ন পরিষেদের ২নং ওয়ার্ড মেম্বার আবুল হাসেম খান সাংবাদিক আবদুল বারেক ভূইয়াকে ডেকে নিয়ে লাঞ্ছিত করেন এবং সাংবাদিকতা জীবনের তরে ঘুচিয়ে দিবেন বলে প্রাণনাশের হুমকি দেন। এ ঘটনায় সাংবাদিক আবদুল বারেক ভূইয়া মানষিক ভাবে শংকিত হয়ে পড়েছেন।
এ ব্যাপারে পালং ইউনিয়ন পরিষেদের ২নং ওয়ার্ড মেম্বার আবুল হাসেম খানের সাথে মুঠোফোনে আলাপ কালে তিনি বলেন, আমি তাকে নিউজের ব্যাপারে জিজ্ঞাসা করেছি। কিন্তু তাকে প্রাণনাশের হুমকি দেইনি।
এ ব্যাপারে পালং ইউনিয়ন পরিষেদের চেয়ারম্যান আবুল দেওয়ানের সাথে মুঠো ফোনে আলাপকালে তিনি বলেন, আমি ব্যাপারটা শুনেছি। মেম্বার যদি সাংবাদিক সাহেবের সাথে খারাপ আচোরণ করে থাকে তাহলে সে ভুল করেছে। এ ধরণের ঘটনা আমি কখনই সমর্থন করি না।
এ ব্যাপারে পালং মডেল থানার অফিসার ইনচার্জ আসলাম উদ্দিন বলেন, পালং ইউনিয়ন পরিষেদের ২নং ওয়ার্ড মেম্বার আবুল হাসেম খানের বিরুদ্ধে দৈনিক ভোরের সময় পত্রিকার সাংবাদিক আবদুল বারেক ভূইয়া একটি সাধারণ ডায়েরী করেছেন। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
আপনার মন্তব্য