পিরোজপুর প্রতিনিধি
পিরোজপুরের নাজিরপুরে ঐতিহ্যবাহী কলারদোয়ানিয়া মাধ্যমিক বিদ্যালয়টির ৭৬তম বছরে পদার্পণ করায় হীরক জয়ন্তী ও পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ১২ জানুয়ারী শুক্রবার হীরক জয়ন্তী ও পুনর্মিলনী উপলক্ষ্যে দিনব্যাপী বিদ্যালয় প্রঙ্গণে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়।
এ উপলক্ষ্যে একটি বর্ণাঢ্য র্যালী বের করা হয়। র্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিদ্যালয় প্রাঙ্গনে এসে শেষ হয়। পরে বিদ্যালয় প্রাঙ্গনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
পুনর্মিলনী উদ্যাপন কমিটির সভাপতি মাগফার হাসান বাহাদুরের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি মো. আলমগীর হোসেন, প্রধান শিক্ষক নজরুল ইসলাম, হাজী দানেশ বিশ^বিদ্যালয়ের প্রফেসর মনিরুজ্জামান বাহাদুর, পি.আর.ডি.পি-৩ এর প্রকল্প পরিচালক মোঃ আবু সালেক, প্রকৌশলী রুহুল আলম, দীর্ঘা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শাহ আলম আকন, কলারদোয়ানিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসনাত ডালিম এবং পুনর্মিলনী উদ্যাপন কমিটির সমন্বয়কারী মাস্টার আবুল কালাম আজাদ।
পরে অনুষ্ঠানে প্রাক্তন শিক্ষকদের সম্মামনা দেয়া হয় এবং দেয়াল পত্রিকার মোড়ক উন্মোচনসহ ঐতিহ্যবাহী লাঠিখেলার আয়োজন করা হয়। বিকেলে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আর অনুষ্ঠানটি পরিচালনা করেন পুনর্মিলনী উদ্যাপন কমিটির সাধারণ সম্পাদক সাইদুর রহমান লকু ও সাংবাদিক আল আমিন রিজভী।
উল্লেখ্য ১৯৪৩ সালে কলারদোয়ানিয়া মাধ্যমিক বিদ্যালয়টি যাত্রা শুরু করে।
আপনার মন্তব্য