
নজরুল হুদা
শরীয়তপুরের জাজিরা উপজেলায় চেয়ারম্যান প্রার্থী হিসেবে একক প্রার্থী রয়েছেন সাবেক উপজেলা চেয়ারম্যান মোবারেক আলী সিকদার। যার কারণে নির্বাচনী মাঠে নেই কোন উত্তাপ। উপজেলা নির্বাচন প্রাণহীন হলেও ভাইস চেয়ারম্যান প্রার্থীরা নির্বাচনী মাঠ গরম রাখার চেষ্টা করছেন। তারা মানুষের দ্বারে দ্বারে ছুটে বেড়াচ্ছেন ভোটের জন্য।
নির্বাচনী প্রচারে ব্যাস্ত সময় কাটাচ্ছেন ভাইস চেয়ারম্যান প্রার্থী মোফাজ্জেল হোসেন সুরুজ মুন্সি। তিনি প্রত্যেকটি মানুষের সাথে হাত মিলিয়ে দোয়া এবং ভোট প্রার্থনা করছেন। দিচ্ছেন বিভিন্ন ধরণের উন্নয়ন মূলক প্রতিশ্রুতি। এমনি সময় তার সাথে দেখা হয় জাজিরার ব্যাংক মোড়ে।
তিনি বলেন, ৫ম উপজেলা নির্বাচনে জাজিরায় আমি ভাইস চেয়ারম্যান হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছি। আমি ছাত্র জীবন থেকেই আওয়ামী রাজনীতিতে জড়িত। জনগন যদি আমাকে ভোট দিয়ে নির্বাচিত করে তাহলে আমিও বঙ্গবন্ধুর কণ্যা শেখ হাসিনার সোনার বাংলা গড়ায় অংশীদার হবো।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েক জন ভোটার বলেন, যদিও উপজেলা নির্বাচনে প্রার্থীদের তেমন কোন তোড় জোড় নেই। তারপরেও মোফাজ্জেল হোসেন সুরুজ মুন্সিকে নির্বাচনী মাঠে দেখা গেছে। তিনি চেষ্টা করছেন সুখে-দুখে মানুষের পাশে থাকার।
আপনার মন্তব্য