
এম.এ ওয়াদুদ মিয়া
“নৌকা মার্কায় ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করুন, আমি আপনাদেরকে উন্নয়ন উপহার দেবো”। এই কথা গুলো বলেছেন নড়িয়া পৌরসভা নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগের মেয়র প্রার্থী এ্যাডভোকেট আবুল কালাম আজাদ।
তিনি নির্বাচনে জয়ের লক্ষ্যে ব্যাপক প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন। তিনি দিনরাত মানুষের দ্বারে-দ্বারে গিয়ে নৌকা মার্কায় তাদের মূল্যবান ভোট প্রার্থনা করছেন। আর সেই সাথে জনগনকে দেখাচ্ছেন উন্নয়নের স্বপ্ন।
নড়িয়া পৌরসভার বাসিন্দা আলমগীর হোসেন, ইলিয়াছ মাহামুদ, জুলহাস বেপারী, আসলাম ছৈয়াল, মঙ্গল চৌকিদার, আনোয়ার মাদবর এবং জহির মাদবরের সাথে আলাপ কালে তারা বলেন, বর্তমানে যে মেয়র রয়েছেন তিনি এলাকার উন্নয়নের জন্য দৃশ্যমান তেমন কোন উন্নয়নমূলক কাজ করেননি। তাই তারা মেয়র প্রার্থী হিসেবে এ্যাডভোকেট আবুল কালাম আজাদকে সমর্থন দিয়েছেন।
তারা আরও বলেন, মেয়র প্রার্থী হিসেবে এ্যাডভোকেট আবুল কালাম আজাদ একজন ভাল মানুষ। তিনি শিক্ষিত, ভদ্র এবং সামাজিক লোক। সকল লোকদের সাথেই রয়েছে তার ভাল সম্পর্ক। তিনি দীর্ঘদিন যাবৎ এলাকার উন্নয়নের জন্য কাজ করে আসছেন। করোনাকালীন সময়ে তিনি ব্যাক্তিগত ভাবে অনেক লোককে আর্থিক ভাবে সাহায্য সহযোগিতা করেছেন। তার উন্নয়ন কর্মকান্ডকে আরও তারন্বিত করতে এবার তারা এ্যাডভোকেট আবুল কালাম আজাদকে নির্বাচিত করতে চান।
এ ব্যাপারে নড়িয়া পৌরসভা নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগের মেয়র প্রার্থী এ্যাডভোকেট আবুল কালাম আজাদের সাথে আলাপ কালে তিনি বলেন, আমি ছাত্রজীবন থেকে রাজনীতি করে আসছি। আমি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের আদর্শের একজন সৈনিক। আমি প্রথমত ধন্যবাদ জানাই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে। তিনি আমাকে নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করার জন্য মনোনয়ন দিয়েছেন। আমি তারপর ধন্যবাদ জানাই শরীয়তপুর-২ আসনের সাংসদ এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পানিসম্পদ মন্ত্রণালয়ের উপ-মন্ত্রী এ.কে.এম এনামুল হক শামীমকে। তার সহযোগিতাই আমি এ পর্যন্ত আসতে সক্ষম হয়েছি। আমি পেশাগত ভাবে একজন আইনজীবী। আমার পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে এলাকার সাধারণ জনগনের সাথে মেশার সুযোগ হয়েছে।
আমি বিগত দিনগুলোতে সুখে দুঃখে এলাকার মানুষের পাশে ছিলাম। আমি সকল শ্রেণীর মানুষের সাথে চলাফেরা করেছি। তাদের চাওয়া পাওয়া কি তা আমি বুঝতে পারি। তাই এবার তারা আমাকে নড়িয়া পৌসভার মেয়র হিসেবে দেখতে চায়। তাদের জন্যই মূলত আমি নির্বাচনে অংশ গ্রহণ করছি। আমার প্রতীক হচ্ছে নৌকা। নৌকা মার্কায় ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করলে আমি নড়িয়া পৌরসভার যাবতীয় সমস্যা যেমন, মসজিদ, মাদ্রাসা, রাস্তা-ঘাট, পয়ঃনিষ্কাশন ব্যবস্থা, জলাবদ্ধতা, মাদক, সন্ত্রাস ইত্যাদি সমস্যা সমাধানের মাধ্যমে উন্নয়ণমূলক কাজ করতে চাই।
আপনার মন্তব্য