নড়াইল প্রতিনিধি
নড়াইলে দায়ের করা মানহানির মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে হাইকোর্টের দেয়া জামিন আদেশ বহাল রেখেছে চেম্বার আদালত।
৩০ আগস্ট, বৃহস্পতিবার হাইকোর্টের জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের করা আবেদনের শুনানি শেষে চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী এ আদেশ দেন।
মুক্তিযুদ্ধে শহিদদের সংখ্যা নিয়ে বির্তকিত বক্তব্য দেয়ার অভিযোগ এনে দায়ের করা এ মামলায় খালেদা জিয়াকে ছয় মাসের জামিন দিয়েছিল হাইকোর্ট। উচ্চ আদালতের দেয়া জামিন আদেশ স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের আবেদন ওপর আদালত ‘নো অর্ডার’ দেয়। এর ফলে হাইকোর্টের জামিন বহাল থাকে।
আদেশের বিষয়টি খালেদা জিয়ার অন্যতম আইনজীবী ব্যারিস্টার কায়সার কামাল জানান, দুপুর সাড়ে ১২টার দিকে আদালতে খালেদা জিয়ার জামিন বিষয়ে শুনানি হয়। শুনানি শেষে আদালত ম্যাডামকে (খালেদা জিয়া) দেয়া জামিন আদেশ বহাল রেখেছেন।
কায়সার কামাল আরও জানান, এ বিষয়ে আপিল বিভাগে পরবর্তী শুনানির জন্য আগামী ১ অক্টোবর দিন নির্ধারণ আছে।
আদালতে খালেদা জিয়ার পক্ষে শুনানি করেন আইনজীবী এ জে মোহাম্মদ আলী। অপরদিকে জামিনের বিরোধিতা করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।
এর আগে গত ১৩ আগস্ট বিচারপতি মুহাম্মদ আবদুল হাফিজ ও বিচারপতি কাশেফা হোসেনের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ মামলায় খালেদা জিয়াকে ৬ মাসের জামিন দেয়।
গত ৫ আগস্ট নড়াইলের জেলা ও দায়রা জজ খালেদা জিয়ার জামিন আবেদন নামঞ্জুর করেন। পরে দায়রা জজের আদেশের বিরুদ্ধে হাইকোর্টে জামিন আবেদন করেন খালেদা জিয়া।
২০১৫ সালের ২১ ডিসেম্বর সন্ধ্যায় ঢাকায় মুক্তিযোদ্ধাদের এক সমাবেশে খালেদা জিয়া মুক্তিযুদ্ধে শহিদদের সংখ্যা নিয়ে বক্তব্য দেন। সেই বক্তব্যকে বিতর্কিত মনে করে ২৪ ডিসেম্বর নড়াইলের আদালতে খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা করেন রায়হান ফারুকী ইমাম নামের এক ব্যক্তি।
আপনার মন্তব্য