স্টাফ রিপোর্টার
শরীয়তপুরের নড়িয়ায় পদ্মা নদীর ভাঙ্গনকবলিত এলাকা পরিদর্শণ করেছেন পানি সম্পদ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু।
১১ সেপ্টেম্বর মঙ্গলবার বিকেল পৌনে ৪টায় তিনি নড়িয়ার ভাঙ্গনকবলিত এলাকা পরিদর্শণ করেন।
সে সময় সুরেশ্বর লঞ্চঘাটে এক প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন ‘ভাঙ্গা-গড়ার মানুষ আমরা, লড়াই করেই টিকে থাকতে হবে’। তিনি নড়িয়াবাসীকে আশ্বাস দিয়ে বলেন, পদ্মার পানি কমলেই বেড়িবাঁধের কাজ শুরু হবে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভাঙ্গনকবলিত মানুষের জন্য সব ধরণের সহযোগিতার পদক্ষেপ নিয়েছেন। প্রধানমন্ত্রী প্রত্যন্ত অঞ্চলের দুর্গত মানুষের যতো খবর রাখেন আর কোনো সরকার এতো খবর রাখেন না।
এ সময় বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এ.কে.এম এনামুল হক শামীম, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট নাভানা আক্তার, জেলা প্রশাসক কাজী আবু তাহের, পুলিশ সুপার আব্দুল মোমেন, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোঃ শফিকুল ইসলাম শেখ, সিভিল সার্জন মোঃ খলিলুর রহমান, নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা ইয়াসমিন উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, পদ্মা নদীর ভয়ঙ্কর ভাঙ্গনে নাড়িয়া উপজেলায় গত দেড় মাসে প্রায় সাড়ে চার হাজার ঘরবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল, মসজিদ ও মন্দির বিলীন হয়ে গেছে। সোমবার পদ্মায় বিলীন হয়ে যায় ৫০ শয্যার নড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নতুন ভবন।
আপনার মন্তব্য