এইচ.এম আতিক ইকবাল
শরীয়তপুরের নড়িয়া উপজেলায় বিদ্যুৎস্পর্শে মোঃ সাব্বির মাদবর (১৭) নামে এক ইমারত নির্মাণ শ্রমিক নিহত হয়েছে। নিহত সাব্বির মাদবর নড়িয়া পৌরসভার ৩নং ওয়ার্ডের খলিফা পাড়া গ্রামের রফিক মাদবরের ছেলে।
সাব্বিরের চাচাতো ভাই মেহেদী জানান, শনিবার সকালে সাব্বির উপজেলার ফতেজঙ্গপুর ইউনিয়নের সাতপাড় গ্রামের রতন বেপারীর বাড়িতে কাজ করতে যান। এ সময় পাশের বিল্ডিং সুজন বেপারীর ছাদে গেলে সেখানে থাকা সঞ্চালন লাইনে বিদ্যুতায়িত হন তিনি। এতে ঘটনাস্থলেই সাব্বির মারা যান। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেন। নড়িয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আসলাম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। ময়না তদন্তের জন্য মরদেহটি শরীয়তপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
নড়িয়ায় বিদ্যুৎস্পর্শে নির্মাণ শ্রমিক নিহত
জুন ২, ২০১৮ , ২৩:৪৫
আপনার মন্তব্য