নড়িয়া থেকে রকি আহমেদ
শরীয়তপুরের নড়িয়া উপজেলার কেদারপুর ইউনিয়নের সাহেবের চর গ্রামের মনি মালা নামে এক গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যার দায়ে স্বামী জসিম উদ্দিনকে জেল হাজতে পাঠানো হয়েছে।
২৮ আগষ্ট মঙ্গলবার নরসিংদী জেলার মনোহরদী থানার নারায়নদী বাজার থেকে তাকে আটক করা হয়। ৩০ আগষ্ট বৃহস্পতিবার তাকে শরীয়তপুর জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।
ঘটনার বিবরণে জানা যায়, নড়িয়া পৌরসভার ৩নং ওয়ার্ডের সোনার বাজার খলিফা কান্দি গ্রামের মোঃ ইয়ার বক্স সরদারের মেয়ে মনি মালার সাথে জসিম উদ্দিন বেপারীর প্রেমের সম্পর্কে গড়ে ওঠে। আর সেই প্রেমের সম্পর্কের কারণে ২০০৮ সালে তাদের বিয়ে হয়। বিয়ের পর থেকেই জসিম বিভিন্ন সময়ে যৌতুকের নাম করে মনি মালার উপর শারীরিক ও মানসিক নির্যাতন করতেন।
৩১ মে বৃহস্পতিবার রাতে যৌতুক নিয়ে তাদের মধ্যে ঝগড়া হয়। ঝগড়ার এক পর্যায়ে মনি মালাকে হাত-পা বেঁধে শ্বাসরোধ করে হত্যা করে খাটের নীচে লুকিয়ে রেখে পালিয়ে যায় জসিম। পর দিন শুক্রবার সকালে তাদের সন্তানরা ঘুম থেকে উঠে মেঝেতে মায়ের মরদেহ পড়ে থাকতে দেখে কান্না শুরু করলে প্রতিবেশীরা এসে পুলিশে খবর দেয়। পরে মনি মালার ভাই জাহাঙ্গীর আলম বাদী হয়ে জসিমের বিরুদ্ধে নড়িয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। সেই মামলার প্রেক্ষিতে ২৮ আগষ্ট মঙ্গলবার নরসিংদী জেলার মনোহরদী থানার নারায়নদী বাজার থেকে তাকে আটক করা হয়।
এ ব্যাপারে নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আসলাম উদ্দিন বলেন, গত মঙ্গলবার পুলিশ জসিম উদ্দিন বেপারীকে নরসিংদী জেলার নারায়নদী বাজারের একটি দোকান থেকে আটক করে। পরে গতকাল নড়িয়া থানায় নিয়ে আসি। তাকে শরীয়তপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।
আপনার মন্তব্য