স্টাফ রিপোর্টার
শরীয়তপুরের নড়িয়া উপজেলা প্রেসক্লাবের কার্যকরী কমিটি গঠিত হয়েছে।
৩১ জুলাই মঙ্গলবার সন্ধায় প্রেসক্লাব হলরুমে কমিটি গঠনের লক্ষে এক জরুরী সভা অনুষ্ঠিত হয়। সেই সভায় দৈনিক সংবাদ মোহনা পত্রিকার জেলা প্রতিনিধি ও অনলাইন পোর্টাল নড়িয়া বার্তা’র সম্পাদক ডি.এম বরকত আলী মুরাদকে সভাপতি এবং নিরাপদ নিউজের শরীয়তপুর প্রতিনিধি সেকান্দার আলম রিন্টুকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট পুর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহ-সভাপতি দৈনিক সরেজমিন পত্রিকার প্রতিনিধি নুরে আলম জিকু, যুগ্ম সাধারণ সম্পাদক বৈশাখী টিভি’র জেলা প্রতিনিধি আবদুল খালেক ইমন পেদা, যুগ্ম সাধাধারণ সম্পাদক অনলাইন পোর্টাল ক্রাইম ওয়াচ বিডি’র প্রতিনিধি এইচ.এম আতিক ইকবাল রবিন, সাংগঠনিক সম্পাদক দৈনিক বর্তমান এশিয়ার পত্রিকার বার্তা সম্পাদক মাহবুব আলম, প্রচার সম্পাদক দৈনিক এশিয়া বানী পত্রিকার প্রতিনিধি আবদুস সালাম মৃধা, দফতর সম্পাদক আলিফ টিভি’র প্রতিনিধি হাফিজুর রহমান, অর্থ সম্পাদক প্রাণের বাংলাদেশ পত্রিকার প্রতিনিধি মেহেদী হাসান, তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক দৈনিক রুদ্রবার্তা পত্রিকার নিজস্ব প্রতিবেদক ইলিয়াছ মাহমুদ, শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক আনন্দ টিভি’র জেলা প্রতিনিধি জামাল হোসেন, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক অনলাইন পোর্টাল ইনিউজ৭১ এর প্রতিনিধি আসাদ গাজী।
কার্যকরী সদস্যরা হলেন দৈনিক সমকাল পত্রিকার জেলা প্রতিনিধি শহীদুল ইসলাম পাইলট, এনটিভি ও দৈনিক কালেরকন্ঠ পত্রিকার জেলা প্রতিনিধি আব্দুল আজিজ শিশির, দৈনিক নয়াদিগন্ত পত্রিকার জেলা প্রতিনিধি বোরহান উদ্দিন রাব্বানী, অনলাইন পোর্টাল শরীয়তপুর নিউজ২৪.কম এর সম্পাদক আহমেদ জুলহাস, মাই টিভি’র জেলা প্রতিনিধি মামুন হোসাইন, হৃদয়ে শরীয়তপুর এর প্রতিনিধি দেলোয়ার হোসেন আকন, অনলাইন পোর্টাল নড়িয়া বার্তা’র ব্যবস্থাপনা সম্পাদক খলিল বন্দুকছি, দৈনিক ভোরের ধ্বনি পত্রিকার জেলা প্রতিনিধি রাসেল হোসাইন, প্রাণের বাংলাদেশ প্রতিনিধি নাছির মোল্যা এবং শরীয়তপুর পরিক্রমা’র প্রতিনিধি জীবন রায়হান।
আপনার মন্তব্য