
স্টাফ রিপোর্টার
নড়িয়া পৌরসভা নির্বাচনে মেয়র পদে বাংলাদেশ আওয়ামীলীগের মনোনয়ন পেয়েছেন শরীয়তপুর জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এ্যাডভোকেট আবুল কালাম আজাদ।
২৬ ডিসেম্বর শনিবার রাত সাড়ে ৮টায় বাংলাদেশ আওয়ামীলীগের নির্বাচনী মনোনয়ন বোর্ডের (নাম প্রকাশে অনিচ্ছুক) এক দায়িত্বশীল কর্মকর্তা এ্যাডভোকেট আবুল কালাম আজাদের মনোনয়ন পাওয়ার ব্যাপারটি নিশ্চিত করেছেন।
সেই মোতাবেক ৩০ ডিসেম্বর বুধবার সকালে এ্যাডভোকেট আবুল কালাম আজাদ নির্বাচনী ফরম জমা দিবেন বলে একটি দায়িত্বশীল সূত্র থেকে জানা গেছে।
এদিকে নড়িয়া পৌরসভা নির্বাচনে মেয়র পদে এ্যাডভোকেট আবুল কালাম আজাদ মনোনয়ন পাওয়ায় অভিনন্দন জানিয়েছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পানি সম্পদ মন্ত্রণালয়ের উপমন্ত্রী এবং শরীয়তপুর-২ আসনের সংসদ সদস্য এ.কে.এম এনামুল হক শামীম।
অপরদিকে এ্যাডভোকেট আবুল কালাম আজাদ নড়িয়া পৌরসভা নির্বাচনে মেয়র পদে মনোনয়ন পাওয়ায় আনন্দে ভাসছে নড়িয়া পৌরসভা আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ এবং ছাত্রলীগের তৃণমূল নেতাকর্মীরা।
আপনার মন্তব্য