স্টাফ রিপোর্টার
শরীয়তপুরের জাজিরা ও নড়িয়া উপজেলাকে নদী ভাঙ্গন থেকে রক্ষার জন্য ১ হাজার ৭৭ কোটি টাকার একটি প্রস্তাব অনুমোদন করেছে অর্থনৈতিক ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।
১৯ সেপ্টেম্বর, বুধবার অর্থমন্ত্রী এএমএ মুহিতের সভাপতিত্বে অনুষ্ঠিত কমিটির সভায় পানিসম্পদ মন্ত্রণালয় উপস্থাপিত প্রস্তাবটি অনুমোদন করা হয়। নৌবাহিনী পরিচালিত খুলনা শিপইয়ার্ডকে এ কাজের দায়িত্ব দেয়া হয়েছে।
সভা শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব নাসিমা বেগম সাংবাদিকদের বলেন, প্রস্তাব অনুযায়ী খুলনা শিপইয়ার্ড শরীয়তপুর জেলার জাজিরা ও নড়িয়া উপজেলায় পদ্মার ৮ দশমিক ৯০ কিলোমিটার তীর রক্ষার পানি উন্নয়ন বোর্ডের প্রকল্পটি বাস্তবায়ন করবে।
প্রকল্পের কাজের মধ্যে রয়েছে ৯ দশমিক ৭৫ কিলোমিটার ড্রেজিং, শূন্য দশমিক ০৮৯ কিলোমিটার ইন্ড টার্মিনেশন এবং আটটি আরসিসি পাকা ফেরি ঘাট নির্মাণ।
গত তিন মাসে শরীয়তপুরের দুটি উপজেলার হাজার হাজার পরিবার পদ্মার ভাঙ্গনে নিঃস্ব হয়ে যাওয়ার মাঝে মন্ত্রিসভা কমিটি এই প্রকল্প অনুমোদন করল।
আপনার মন্তব্য