
স্টাফ রিপোর্টার
ভেদরগঞ্জ উপজেলার সখিপুর থানার চরভাগা ইউনিয়নের নিকটবর্তী পদ্মা নদীর তীরে অবৈধ ড্রেজার অপসারণ করেছে উপজেলা প্রশাসন।
৩ ফেব্রুয়ারী সোমবার সন্ধ্যায় অভিযান চালিয়ে ১টি ড্রেজারসহ অসংখ্য পাইপ অপসারণ ও উচ্ছেদ করা হয়। প্রশাসনের এ ভূমিকায় স্বস্তি প্রকাশ করেছেন নদীর তীরবর্তী বাসিন্দারা।
জানা গেছে, ভেদরগঞ্জ উপজেলার সখিপুর থানার উপর দিয়ে প্রবাহিত নদীর তীরে ড্রেজার বসিয়ে বাণিজ্যিকভাবে বালু উত্তোলন করে আসছে একটি প্রভাবশালী চক্র। এ কারণে ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তানভীর আল নাসীফ মোবাইল কোর্টে পরিচালনা করে নদীতে স্থাপিত ড্রেজার অপসারণ ও উচ্ছেদে করেন।
উপজেলার নির্বাহী কর্মকর্তা তানভীন আল নাসীফ বলেন, বেশ কয়েকদিন ধরেই সন্ধ্যার পর হতে রাত অবধি ড্রেজার দিয়ে বালু উত্তোলন করে আসছিলো একটি অসাধু মহল। এর আগেও উপজেলা প্রশাসনের অভিযানে ড্রেজারটি উচ্ছেদ করা হয়। কিন্তু কয়েকদিন বন্ধ থাকার পর আবার চালু হলে স্থানীয় জনগণ আতংকিত হয়। পরে ৩ ফেব্রুয়ারী সন্ধ্যার পর উপজেলা প্রশাসন ও পুলিশের যৌথ অভিযান পরিচালনা করা হয়। তিনি আরও বলেন, অবৈধ ড্রেজারবিরোধী অভিযান অব্যাহত থাকবে। অভিযানে অতিরিক্ত পুলিশ সুপার মোহাইমেন ও সখিপুর থানা পুলিশ সহায়তা প্রদান করে।
আপনার মন্তব্য