স্টাফ রিপোর্টার
পদ্মা সেতুর ৩৮ ও ৩৯ নম্বর পিলারের ওপর দ্বিতীয় স্প্যানটি বসানো হয়েছে। এর মধ্য দিয়ে সেতুটি ৩০০ মিটার পর্যন্ত দৃশ্যমান হয়েছে।
২৮ জানুয়ারি রোববার সকাল সাড়ে ৮টার দিকে স্প্যানটি বসানো হয়।
সেতু নির্মাণ সংশ্লিষ্ট একজন প্রকৌশলীর বরাত দিয়ে বার্তা সংস্থা ইউএনবির খবরে এ তথ্য জানানো হয়েছে।
ওই প্রকৌশলী জানান, এখন থেকে প্রতি মাসেই একাধিক স্প্যান বসানো সম্ভব হবে।
শনিবারের আগে নদীর প্রতিকূল অবস্থার কারণে স্প্যান বসানো যাচ্ছিল না। এ বিষয়ে পদ্মা সেতু প্রকল্পের জরিপকারী মীর ফারুক হোসেন বলেন, ‘১৫০ মিটারের স্প্যানটি বসানোর প্রক্রিয়া শুরু হয় শনিবার সকালে। নদীর গভীরতা ও তীব্র স্রোতের কারণে ভাসমান ক্রেনটি ৩ হাজার ১৪০ টন ওজনের ১৫০ মিটার দীর্ঘ স্প্যান নিয়ে স্থলে পৌঁছাতে পারছিল না।’
এর আগে গত বছরের ৩০ সেপ্টেম্বর বসানো হয়েছিল এই সেতুর প্রথম স্প্যান। ওই সময় উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এর মধ্য দিয়েই সেতু নির্মাণের কার্যক্রম দৃশ্যমান হয়েছিল।
দেশের সবচেয়ে বড় এই সেতু নির্মাণের কাজ শুরু হয় ২০১৫ সালের ডিসেম্বরে। আশা করা হচ্ছে চলতি বছরের ডিসেম্বরে সেতু নির্মাণ সম্পন্ন হবে। এ জন্য আরও ৩৯টি স্প্যান বসাতে হবে, যার প্রতিটির দৈর্ঘ্য ১৫০ মিটার। মোট ৪২টি কংক্রিটের পিলারের ওপর ৬.১৫ কিলোমিটার দীর্ঘ এই সেতুটি নির্মিত হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট প্রকৌশলীরা।
আপনার মন্তব্য