
সংলাপ ৭১ প্রতিবেদক
পরিবর্তনের অঙ্গীকার নিয়ে প্রার্থীতা ঘোষনা দিলেন শরীয়তপুর জেলা পরিষদের সংরক্ষিত মহিলা সদস্য এবং জেলা সেচ্ছাসেবকলীগের মহিলা বিষয় সম্পাদক আসমা আক্তার। তিনি আংগারিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশ গ্রহণ করবেন বলে ব্যাপক প্রচার-প্রচারনা চালিয়ে যাচ্ছেন।
আংগারিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে আসমা আক্তার একজন হেভীওয়েট প্রার্থী। তিনি আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের একজন সক্রিয় কর্মী। তিনি দীর্ঘদিন যাবৎ এলাকার উন্নয়নে কাজ করে যাচ্ছেন। উন্নয়নের রাজনীতিতে রয়েছে তার স্বচ্ছ ইমেজ। তার রাজনৈতিক মেধা, প্রজ্ঞা ও নিরলস পরিশ্রম দিয়ে তৃণমূল নেতাকর্মীর মাঝে একটি শক্ত অবস্থান গড়তে সক্ষম হয়েছেন।
আংগারিয়া বাজারে জনসংযোগ কালে দেখা হয় আসমা আকতারের সাথে। তিনি বলেন, আমার নিজস্ব কোন চাওয়া-পাওয়া নেই। আমি মানুষের সেবক হিসেবে কাজ করতে চাই। মানব সেবাই আমার পরম ধর্ম। আর আমি সেটা করতেই ছাত্র জীবন থেকে রাজনীতিতে যুক্ত হয়েছি। মৃত্যুর আগ পর্যন্ত সেই রাজনীতিতে থাকবো ইনশাআল্লাহ।
তিনি বলেন, শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য এবং বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য জননেতা ইকবাল হোসেন অপু এমপি’র নির্দেশে মানুষের ভালবাসা নিয়ে সকল দায়িত্ব সফলতার সাথে পালন করে আসছি। যখন থেকে আওয়ামীগ রাজনীতির সাথে জড়িত হয়েছি, তখন থেকেই বঙ্গবন্ধুর আদর্শকে বুকে ধারণ করে বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নে কাজ করেছি। আমি আশাবাদী জননেতা ইকবাল হোসেন অপু এমপি আসন্ন আংগারিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আমাকে মনোনয়ন দিবেন।
আপনার মন্তব্য