যশোর প্রতিনিধি
পশ্চিমের জেলাগুলোতে ১৫ দিনের ব্যবধানে প্রতি মণ ধানের দাম ১শ থেকে দেড়শ টাকা পর্যন্ত বেড়েছে। বাজারে নতুন আমন ধান উঠার পর দাম মণপ্রতি ২শ থেকে আড়াইশ টাকা পর্যন্ত কমে ছিল। পাশাপাশি চালের দাম কেজি প্রতি ১০ টাকা পর্যন্ত কমে ছিল।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যশোর আঞ্চলিক অফিস সূত্রে জানা গেছে, এবার কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর, যশোর, ঝিনাইদহ ও মাগুরা জেলায় ৪ লাখ ২৯ হাজার হেক্টর জমিতে রোপা আমন চাষ হয়েছে। প্রথম থেকে আবহাওয়া অনুকূল থাকায় ফসলের অবস্থা ভালো ছিল। কিন্তু অক্টোবরের ২০ থেকে ২৩ তারিখ পর্যন্ত নিম্নচাপের প্রভাবে টানা বৃষ্টি ও দমকা বাতাসে অনেক ক্ষেতের পাকা ধান মাটিতে পড়ে লেপটে যায়। আবার যে সকল ধানে সবে শীষ বের হয়েছিল বাতাসের ঝাপটায় ফুল ঝরে যায়।
চাষিরা জানান, এতে ফলন কম হয়। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মাঠ পর্যায়ের কর্মকর্তারা বলছেন- ফলন ভালো হচ্ছে। ইতোমধ্যে ৮০ ভাগ ধান কাটা শেষ হয়েছে। ভরা মৌসুম চলছে।
অটো রাইস মিলের মালিকরা বেশি পরিমাণ ধান কেনায় বাজার চড়েছে। এছাড়াও এ এলাকা থেকে ধান উত্তরবঙ্গে চালান যাচ্ছে। পাশাপাশি বোরো মৌসুমে ভালো লাভ করায় মজুতদাররা ধান কিনছে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যশোর অঞ্চলের অতিরিক্ত পরিচালক চন্ডি দাস কুন্ডু বলেন, এবার ফলন গত বছরের মতো হচ্ছে। অনেক কৃষক ধান বিক্রি করছে না। অটো রাইস মিলের মালিকরা ধান কিনে মজুত করছে বলে তিনি জানান।
আপনার মন্তব্য