স্টাফ রিপোর্টার
পাকিস্তানের একটি গির্জায় আত্মঘাতী হামলায় অন্তত আটজন নিহত হয়েছেন। এছাড়া আরো ১৫ জন আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।
১৭ ডিসেম্বর রোববার পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের শহর কোয়েটার একটি গির্জায় এ হামলা চালানো হয়েছে।
বিবিসি এবং অন্যান্য আন্তর্জাতিক সংবাদমাধ্যম দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী সরফরাজ বুগাতির বরাত দিয়ে জানাচ্ছে, কোয়েটার মেমোরিয়াল মেথোডিস্ট গির্জায় দুইজন বন্দুকধারী প্রথমে ঢোকার চেষ্টা করে গুলি ছুড়তে শুরু করে। এসময় নিরাপত্তা বাহিনীর সদস্যরা তাদের বাধা দিলে দুইপক্ষের মধ্যে গুলি বিনিময় হয়। এরই মধ্যে একই আত্মঘাতী হামলাকারী নিজের কোমরে বেঁধে রাখা বিস্ফোরক ভর্তি বেল্টের বিস্ফোরণ ঘটায়। এতে অন্তত আটজন নিহত হয়েছেন।
ঘটনার সময় প্রাণভয়ে গির্জায় উপস্থিত প্রার্থনাকারীরা দৌড়াদৌড়ি শুরু করেন।
প্রাদেশিক পুলিশ প্রধান মোয়াজ্জাম আনসারী জানিয়েছেন, ঘটনার সময় গির্জায় প্রায় চারশ প্রার্থনাকারী উপস্থিত ছিলেন। তিনি বলেন, দুই হামলাকারীর একজন আত্মঘাতী হয়েছেন এবং অন্যজনকে গুলি করে হত্যা করা হয়েছে।
আপনার মন্তব্য