
স্টাফ রিপোর্টার
প্রধানমন্ত্রী শেখ হাসিনার তাঁত পল্লীটি পূর্ব নির্ধারিত স্থানে নির্মাণ এবং দুর্নীতিপরায়ণ ব্যাক্তিদের চিহ্নিত করে তাদের শাস্তির দাবীতে মানববন্ধন করেছে শরীয়তপুরবাসী।
৩০মার্চ শনিবার সকাল ১০টায় শরীয়তপুরের আলোকিত সমাজ এর ব্যানারে ভাষা সৈনিক ডাঃ গোলাম মাওলা সরকারী গ্রন্থগারের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে জেলার বিভিন্ন স্থান থেকে আসা সাধারণ জনগন অংশ নেয়।
একটি দায়িত্বশীল সূত্র থেকে জানা যায়, পূর্ব ঘোষণা অনুযায়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনার তাঁত পল্লীটি মাদারীপুরের শিবচর এবং শরীয়তপুরের জাজিরায় নির্মিত হওয়ার কথা ছিলো। কিন্তু শরীয়তপুরের কিছু দুর্নীতিপরায়ণ ব্যাক্তি এবং জেলা প্রশাসনের কিছু দায়িত্বশীল কর্মকর্তার দায়িত্বে অবহেলার কারণে সেই তাঁত পল্লীটি মাদারীপুরের শিবচরে নির্মাণ করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। আর এ সিদ্ধান্তের বিরুদ্ধে কোন ব্যবস্থা গ্রহণ করেননি শরীয়তপুর জেলা প্রশাসন।

সরেজমিনে গিয়ে দেখা যায়, প্রকল্প এলাকায় কিছু অসাধু ব্যক্তি ও গোষ্ঠী সরকারি অর্থ হাতিয়ে নেয়ার পায়তারা করছে। তাই তারা খুব অল্প সময়ের মধ্যে প্রকল্প এলাকায় প্রচুর ঘর-বাড়িসহ নানা স্থাপনা নির্মাণ এবং গাছপালা লাগিয়েছে। এই অবস্থায় শিবচরের অংশে নির্মিত অবৈধ স্থাপনা গুলো মাদরীপুর জেলা প্রশাসন জরুরী ভিত্তিতে উচ্ছেদ করেছে।
কিন্তু উচ্চ পর্যায়ের নির্দেশনা থাকা সত্ত্বেও শরীয়তপুরের জাজিরা অংশের ঘর-বাড়িসহ নানা স্থাপনা এবং গাছপালা উচ্ছেদ করা হয়নি। এমনকি উচ্ছেদের জন্য প্রশাসন তেমন কোন ব্যবস্থা গ্রহণ করেননি। সেখানে এখনও শত শত অবৈধ স্থাপনা এবং গাছপালা রয়ে গেছে। যার ফলে যেসব এলাকায় এখনো অবৈধ স্থাপনা রয়েছে, প্রকল্প থেকে ওই সব এলাকা বাদ দেয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে সরকার।
এই সিদ্ধান্তের প্রেক্ষিতে শরীয়তপুরবাসীর মনে ক্ষোভের সঞ্চার হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার তাঁত পল্লীটি পূর্ব নির্ধারিত স্থানে নির্মাণ এবং দুর্নীতিবাজদের শাস্তির দাবীতে জেলাবাসী মানববন্ধন করেছে। মানববন্ধনে কবি, সাহিত্যিক, শিক্ষক, চিকিৎসক, আইনজীবী, রাজনীতিবিদ, সাংবাদিক এবং সুশীল সমাজের প্রতিনিধিসহ জেলার সর্বস্তরের জনগন অংশ নেয়।
আপনার মন্তব্য