
স্টাফ রিপোর্টার
শরীয়তপুর জেলা পুলিশ সুপার এস.এম. আশরাফুজ্জামান বলেছেন, সমাজের সকল মানুষকে প্রতিবন্ধীদের পাশে এগিয়ে আসার আহব্বান জানাই এবং সকল অভিভাবকদের কাছে অনুরোধ প্রতিবন্ধীদেরকে পরিবারের বোঝা ভাববেন না। আপনারা এই শিশুদেরকে বিশেষ শিশু হিসেবে মনে করবেন। আমি সর্বদা প্রতিবন্ধীদের পাশে দাঁড়াবো ইনশাআল্লাহ।
সোমবার সকালে কোট মোড়ে প্রতিবন্ধী শিশু ও অভিভাবকদের সাথে মতবিনিময় সভায় জেলা পুলিশ সুপার এস.এম. আশরাফুজ্জামান একথা বলেন।
জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা হাবিবা ইয়াছমিনের সভাপতিত্ব মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জেলা পুলিশের বিশেষ শাখার ডিআইও-১ আজহারুল ইসলাম, শরীয়তপুর প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের কনসালট্যান্ট (ফিজিওথেরাপি) ডাঃ মনিরা সুলতানা সহ বিভিন্ন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
আপনার মন্তব্য