স্টাফ রিপোর্টার
দক্ষিণে ফিলিপাইনে বন্যা ও ভূমিধসে এখন পর্যন্ত ৯০ জন নিহত এবং অনেকেই নিখোঁজ রয়েছেন।
শনিবার (২৩ ডিসেম্বর) পুলিশ এবং জরুরি বিভাগের কর্মীরা এ তথ্য জানিয়েছেন।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, দক্ষিণ ফিলিপাইনের মিন্ডানাও দ্বীপে এ ঘটনা ঘটেছে।
এ বিষয়ে টিউবোড শহরের এক কর্মকর্তা রিয়ান কাবুস জানিয়েছেন, টাইফুনের কারণে ভারী বৃষ্টি হয়েছে। এতে একটি গ্রাম মাটির নিচে চাপা পড়ে। আমরা সঠিক খবর জানার চেষ্টা করছি।
তবে ঠিক কখন এ ভূমিধসের ঘটনা ঘটেছে, তা প্রতিবেদনে উল্লেখ করা হয়নি।
আপনার মন্তব্য