টি.এম গোলাম মোস্তফা
আওয়ামী লীগ ও জোটের সঙ্গে জাতীয় ঐক্যফ্রন্টের সংলাপ আবারও হওয়ার ইঙ্গিত মিলেছে।
১ নভেম্বর, বৃহস্পতিবার রাতে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে সংলাপ শেষে বেরিয়ে দুই পক্ষের নেতারা এমন ইঙ্গিত দেন।
সংলাপ শেষে বেরিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাংবাদিকদের বলেন, ‘৮ তারিখ পর্যন্ত আমরা বুকড। তবে সংলাপ যেকোনো সময় হতে পারে। উনারা (ঐক্যফন্টের নেতা) যখন চাইবেন, আমাদেরকে খবর দিলে আমরা আমন্ত্রণ জানাব।’
পরে ঐক্যফ্রন্টের নেতা ড. কামাল হোসেনের বেইলি রোডের বাসায় করা সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের বলেন, ‘সবকিছু কি একদিনেই পাওয়া যাবে?’
মির্জা ফখরুলের কথায়ও পুনরায় সংলাপের ইঙ্গিত স্পষ্ট ছিল। একই সংবাদ সম্মেলনে ড. কামাল বলেন, ‘সেখানে সবকিছুর সমাধান হয়ে যায়নি।’
পুনরায় সংলাপের কথা উড়িয়ে দেননি বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদও। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী বলেছেন, যেকোনো জায়গায় যেকোনো সময় আলোচনা হতে পারে। আমরা তাদের নির্বাচনে অংশ নেওয়ার কথা বলেছি।’
সংলাপে অংশ নেওয়া জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) নেতা মইন উদ্দীন খান বাদল বলেন, বরফ গলতে শুরু করেছে।
এর আগে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনে সন্ধ্যা ৭টার পর আওয়ামী লীগ ও জোটের নেতাদের সঙ্গে সংলাপে বসেন ঐক্যফ্রন্টের নেতারা। এই সংলাপ চলে সাড়ে ৩ ঘণ্টার বেশি সময় ধরে।
রাত ১০টা ৫০ মিনিটে গণভবন থেকে প্রথমে ঐক্যফ্রন্টের নেতাদের বেরিয়ে যেতে দেখা যায়। এরপর আওয়ামী লীগের নেতারাও বেরিয়ে যান।
বহুল আলোচিত এই সংলাপে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ১৪ দলের ২৩ জন প্রতিনিধি অংশ নেন। আর ড. কামাল হোসেনের নেতৃত্বে ঐক্যফ্রন্টের পক্ষ থেকে ছিলেন ১৬ জন।
আপনার মন্তব্য