
স্টাফ রিপোর্টার
মহামারী করোনার বিস্তার রোধে এবং পরিস্কার পরিচ্ছন্ন থাকার লক্ষ্যে ফারাম ৮৮ নামে একটি বেসরকারী সামাজিক সংগঠন ১শ লোকের মাঝে সাবান, হ্যাক্সিসল, হ্যান্ডওয়াস, স্যনেটাইজার পণ্য সামগ্রী বিতরণ করেছে।
২৯ মার্চ রবিবার দুপুর ১২টায় সদর উপজেলার চৌরঙ্গীতে ফোরাম ৮৮ এর সভাপতি হাবিবুর রহমান হাবীব এর ব্যাক্তিগত অর্থায়ণে ঐসকল পণ্য সাসগ্রী বিতরণ করা হয়।
বিতরণ কালে ফোরাম ৮৮ এর সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, সহ সভাপতি কামরুল হাসান বাদল, সদস নাজমুল হাসান নান্নু, শামীম খন্দকার উপস্থিত ছিলেন।
এ সময় ফোরাম ৮৮ এর সহ সভাপতি কামরুল হাসান বাদল বলেন, আমাদের দেশে করোনা যেভাবে মহামারী আকার ধারণ করেছে, সেক্ষেত্রে পরিস্কার পরিচ্ছন্ন না থাকলে করোনা থেকে মুক্তির কোন রাস্তা নেই। তাই পরিস্কার পরিচ্ছন্ন থাকা সকলের জরুরী। তাই ফোরাম ৮৮ এলাকার গরীব মানুষদের মাঝে পরিস্কার পরিচ্ছন্ন হওয়ার সামগ্রী বিতরণ করছে।
আপনার মন্তব্য