
স্টাফ রিপোর্টার
শরীয়তপুরের জাজিরা উপজেলায় বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য এবং শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য ইকবাল হোসেন অপু।
২২ জুলাই সোমবার তিনি স্ব-শরীরে উপস্থিত থেকে জাজিরা উপজেলার পূর্ব নাওডোবার ইউনিয়নের পাইনপাড়া এবং বিলাসপুর ইউনিয়নে প্রায় ৭শ ৫০ টি পরিবারের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করেন।
এ সময় জাজিরা উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রশান্ত কুমার বিশ্বাস, সাবেক উপজেলা চেয়ারম্যান মোশারফ হোসেন আকন, জাজিরা পৌরসভার সাবেক মেয়র আব্দুল হক কবিরাজ, জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বেলায়েত হোসেন, জাজিরা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) স্বপন মাতুব্বর, জাজিরা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবু তালেব চৌকিদার, শরীয়তপুর জেলা যুবলীগের সভাপতি এমএম জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক নুহুন মাদবর, সদর উপজেলা যুবলীগের সভাপতি বিল্লাল হোসেন দিপু, যুবলীগ নেতা বিপ্লব হোসেন নিপু মিয়া, সাবেক ছাত্রনেতা জামাল ফকির, জেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক রাশেদ উজ্জামান প্রমূখ উপস্থিত ছিলেন।
আপনার মন্তব্য