মিতালী সিকদার
সংগীত মানেই জীবন। আর জীবন মানেই সংগীত। এই সংগীতের মাঝেই জীবনের সুখ খুঁজে পান বাউল ও ফোক কণ্ঠশিল্পী সোনিয়া সরকার। সংগীত যেন তার জীবনের সাথে মিশে আছে। সংগীতকে বুকে ধারণ করেই তার পথচলা। ছোট বেলা থেকেই সংগীতের প্রতি ঝোক ছিলো তার। তারই ধারাবাহিকতায় পড়াশোনার পাশাপাশি চালিয়ে যান সংগীত চর্চা। এক সময় চলে আসেন ঢাকায়। ঢাকাতে থেকেই বাউল সংগীতের সুরকার এবং গীতিকার নীলা পাগলীর কাছে বাউল সংগীতের তামিল গ্রহণ করেন। শুরু হয় তার সংগীতের রাজ্যে বিচরণ। বিভিন্ন টেলিভিশন চ্যানেলসহ দেশের বিভিন্ন মঞ্চে সংগীত পরিবেশন করতে থাকেন। আর হাত ভরে কুড়াতে থাকেন সুনামের পরে সুনাম। এই সুনাম নিয়েই তিনি কয়েকটি একক এ্যালবাম প্রকাশ করেছেন। যা জনগনের মাঝে ব্যাপক ভাবে সাড়া যুগিয়েছে। আধুনিক বাউল সংগীতে তিনি একটি নতুন মাত্রা যোগ করেছেন। জানা যায়, বরগুনা সদর উপজেলার বিখ্যাত বাউল সংগীত শিল্পী বাবুল সরকারের কন্যা সোনিয়া সরকার। পিতার হাত ধরেই তার সংগীত জগতে প্রবেশ। এ ব্যাপারে আধুনিক বাউল এবং ফোক কণ্ঠশিল্পী সোনিয়া সরকারের সাথে আলাপ কালে তিনি বলেন, যতোদিন বেঁচে থাকি কণ্ঠ দিয়ে সুরের যাদু ছড়িয়ে যাব। সংগীত আমার প্রচন্ড ভালবাসার জায়গা। সংসারের আগে সংগীতকে স্থান দিয়েছি। সংসারে সময় দিতে না পারলেও সংগীতের জন্য অনেক সময় দিচ্ছি। আমার অনেক ভক্ত এবং শ্রোতা রয়েছেন যারা আমার গান গুলোকে খুব পছন্দ করেন। চেষ্টা করছি মানুষের জন্য গাইতে। আমি মনে করি, সংগীতের মাঝেই রয়েছে জীবনের আসল সুখ।
বাউল সংগীতে নতুন মাত্রা যোগ করেছেন কণ্ঠশিল্পী সোনিয়া সরকার
মে ১৩, ২০১৮ , ২২:৩৬
আপনার মন্তব্য