বাগেরহাট প্রতিনিধি
রাজস্ব খাত থেকে বেতন-ভাতা ও পেনশনের দাবিতে বাগেরহাট পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা সড়ক বাতি বন্ধ করে মোমবাতি প্রজ্বলন ও অবস্থান কর্মসূচি পালন করছে।
বুধবার সন্ধ্যা ৬টা থেকে ৭টা পর্যন্ত ঘণ্টাব্যাপি বাগেরহাট পৌরসভার দুই শতাধিক কর্মকর্তা-কর্মচারী এ কর্মসূচি পালণ করে।
এসময় বক্তব্য দেন বাংলাদেশ পৌরসভা কর্মকর্তা-কর্মচারী এ্যাসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির যুগ্ন সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মিঠু, খুলনা বিভাগীয় সভাপতি রঞ্জন কান্তি গুহ, বাগেরহাট জেলা সভাপতি অজিত কুমার হালদার, সুব্রত কুমার সোমাদ্দার, মো. জামসেদ আলী, ডালিয়া বেগম প্রমুখ।
একই দাবিতে জেলার মোরেলগঞ্জ ও মোংলা পৌরসভাসহ সারা দেশে ২২৭টি পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা এই মোমবাতি প্রজ্জলণ ও অবস্থান কর্মসূচি পালন করে।
বক্তারা বলেন আমাদের দাবি সরকার যদি মেনে না নেয় তাহলে আমরা কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব। তাই অবিলম্বে সকল পৌরসভার-কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতা সরকারি কোষাগার থেকে প্রদানের দাবি জানাই।
আপনার মন্তব্য