হবিগঞ্জ প্রতিনিধি
হবিগঞ্জের বাহুবলে দাঙ্গা হাঙ্গামার অভিযোগে ১৯ জন সন্ত্রাসীকে কারাদন্ডসহ ১ লক্ষ ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
২৯ জানুয়ারী সোমবার দুপুরের বাহুবল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জসিম উদ্দিন এ জরিমানা করেন।
এর আগে ২৯ জানুয়ারী সোমবার ভোর রাতে উপজেলার স্নানঘাট ইউনিয়নের উত্তর স্নানঘাট গ্রামে পুলিশ যৌথ অভিযান চালিয়ে ১৯ জন গ্রাম্য সন্ত্রাসীকে আটক করে। এ সময় বিপুল পরিমান দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
পরে দুপুরের দিকে বাহুবল উপজেলা নির্বাহী অফিসার জসিম উদ্দীনের কার্যালয়ে ভ্রাম্যমান আদালতে হাজির করে ৫ জনকে কারাদন্ডসহ অন্যান্যদের ১ লক্ষ ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
আটককৃতদের মধ্যে একমাস করে কারাদন্ড প্রাপ্তরা হলেন উত্তর স্নানঘাট গ্রামের ইসলাম উদ্দিন (২৫), শাহিন মিয়া (৩২), সুলতান মিয়া (৫০), ছালেক মিয়া (৩৫), শমসের আলী (৩০)।
আর ১০ হাজার টাকা করে জরিমানাকারীরা হলেন একই গ্রামের আব্দুল মুহিত (২৯), আজগর আলী (৩৭), তাহির আলী (৪২), তাজুদ আলী (৫০), ওলি মিয়া (২৭), মহিন উদ্দিন (২৪)। একই গ্রামের হাছন আলী কে ৫ হাজার ও বাগদাইর গ্রামের আনোয়ার মিয়া (৩২) ও আব্দুল খালেক (২০) কে ২০ হাজার করে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। বাকী ৫ জনের কাছ থেকে মুচলেকা রেখে ছেড়ে দেয়া হয়।
বাহুবল মডেল থানার ওসি মোঃ মাসুক আলী জানান, আটককৃতদের ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জরিমানা করে বিকাল ৪টায় কোর্টে প্রেরণ করা হয়েছে। সন্ত্রাসী কর্মকান্ড রোধ করতে এ ধরণের অভিযান অব্যহত থাকবে।
আপনার মন্তব্য