স্টাফ রিপোর্টার
আওয়ামী লীগের সাবেক সাংসদ গোলাম মাওলা রনি আনুষ্ঠনিকভাবে বিএনপিতে যোগ দিয়েছেন। আর এরই সাথে মির্জা ফখরুল ইসলাম আলমগীর গোলাম মাওলা রনির হাতে পটুয়াখালী-৩ আসনের বিএনপির প্রার্থী হিসেবে প্রত্যয়ন পত্র তুলে দেন।
২৬ নভেম্বর, সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে দলের চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশানের রাজনৈতিক কার্যালয়ে রনি বিএনপিতে যোগদান করেন।
এ সময় গোলাম মাওলা রনি বলেন, ‘আমি স্বজ্ঞানে, স্বশরীরে, চিন্তা-ভাবনা করে আমার বর্তমান দল আওয়ামী লীগ থেকে বিএনপিতে যোগদান করলাম। জাতীয়তাবাদী আদর্শে উজ্জীবিত হয়ে সারা দেশের মানুষের সেবা করব।’
গোলাম মাওলা রনি বলেন, ‘দেশের বর্তমান যে অবস্থা, এখানে শুধু নমিনেশন জড়িত নয়। আমি জাতীয়তাবাদী আদর্শে উজ্জীবিত হয়ে এসেছি। আমি যদি বলি এই স্বপ্নটি (নমিনেশন) আমার নেই এবং স্বপ্ন ছাড়া এখানে এসেছি, তা ডাহা মিথ্যা কথা। আবার এই স্বপ্নের জন্য এখানে এসেছি, স্বপ্ন ভঙ্গ হলে থাকব না, এটাও ঠিক না। আমি এখানে এসেছি এবং মৃত্যু পর্যন্ত এখানে থাকব।’
এদিকে গোলাম মাওলা রনির বিএনপিতে যোগদানের বিষয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘আমাদের যে লক্ষ্য নিয়ে সংগ্রাম করছি, সেই সংগ্রামের যথার্থতা প্রমাণ হলো গোলাম মওলা রনি বিএনপিতে যোগদান করেছেন; যা আমাদেরকে অনুপ্রাণিত করেছে। আমি গর্ব বোধ করছি গোলাম মওলা রনির মতো একজন দেশপ্রেমিক, সমাজসচেতন মানুষ বিএনপিতে যোগদান করেছেন।’
এ সময় মির্জা ফখরুল ইসলাম আলমগীর গোলাম মাওলা রনির হাতে পটুয়াখালী-৩ আসনের বিএনপির প্রার্থী হিসেবে প্রত্যয়ন পত্র তুলে দেন।
আপনার মন্তব্য