নড়িয়া প্রতিনিধি
বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) শরীয়তপুর জেলা শাখার সদস্য এবং দৈনিক মানবজমিন পত্রিকার নড়িয়া উপজেলা প্রতিনিধি আলমগীর হোসেন আলম এর উপর একদল দুর্বৃত্ত হামলা করেছে।
৩০ আগষ্ট বৃহস্পতিবার সন্ধ্যায় নড়িয়া বাজারে এ হামলা ঘটনা ঘটে। কি কারণে হামলা করেছে তা এখনও জানা যায়নি।
সাংবাদিক আলমকে আহত অবস্থায় উদ্ধার করে নড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ)’র কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আহমেদ আবু জাফর, বিএমএসএফ শরীয়তপুর জেলা শাখার সভাপতি এম.এ ওয়াদুদ মিয়া, সাধারণ সম্পাদক বি.এম ইশ্রাফিল তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। পাশাপাশি সরকারের প্রতি হামলাকারীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবী জানিয়েছেন।
আপনার মন্তব্য