
কবিতার কবিতা
কবিতার আকাশের বিভস্য কালো মেঘ
জমিনে পতঙ্গের দাপাদাপি
দুচোখের সীমানায় আজ কবিতার অট্টহাসি
একাকি দাড়িয়ে কান পেতে শুনি
বৃদ্বাশ্রমের আকুতি-মিনতি
“আমায় নিয়ে যা খোকা
আমি তোর শ্রেষ্ঠ কবিতাখানি”।
কবিতার পদচারণায় মুখরিত চারিদিক
সাজাতে ব্যাস্ত কবিতার ডালি
কবিতা কোথায় ? এ যে দুর্ভেদ্য শব্দমালায়
হাজারো কষ্টে কবিতার চিতায়
“জ্বলে পুড়ে ছারখার একরাশ হাহাকার
সদ্য বিধবা বিমলার দেহখানি”।
আমার কবিতা হারিয়েছে সাত রং
কবিতার হাট বাজারে বেমানান এ আমি
তাই কবিতাকে আজ অন্য ভাবে খুজি
কবিতার কবিতায় বৃদ্বাশ্রম কিংবা চিতার আগুন দেখি ।
রচনা কাল : ১১ মার্চ ২০১৯
আপনার মন্তব্য