স্টাফ রিপোর্টার
ভারতের রাজস্থান প্রদেশের যোধপুরে বিমান বাহিনীর একটি মিগ-২৭ বিমান বিধ্বস্ত হয়েছে। ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র কর্নেল সম্বিত ঘোষ বিমান বিধ্বস্তের খবরটি নিশ্চিত করেছেন।
৪ সেপ্টেম্বর, মঙ্গলবার সকালে যোধপুরের দেবারিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
ভারতীয় সংবাদমাধ্যম জি নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধবিমানটি বিধ্বস্ত হলেও পাইলট নিরাপদে বেরিয়ে আসতে সক্ষম হয়েছেন। তিনি সুরক্ষিত।
জানা গেছে, নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে বিমানটি উড্ডয়নের কিছুক্ষণ পরই বিমানটি বিধ্বস্ত হয়েছে।
কর্নেল সম্বিত ঘোষ জানান, কী কারণে বিমানটি বিধ্বস্ত হয়েছে, সে বিষয়ে বিভাগীয় তদন্তের নির্দেশ দেয়া হয়েছে।
আপনার মন্তব্য