স্টাফ রিপোর্টার
ভূ-মধ্যসাগর থেকে প্রায় ২৫০ অভিবাসীকে উদ্ধার করেছে ইতালির কোস্ট গার্ড। সোমবার ও মঙ্গলবার মধ্য রাতে এ উদ্ধার অভিযান চালানো হয়।
কোস্ট গার্ডের এক বিবৃতিতে বলা হয়, অভিবাসীরা একটি বড় ডিঙ্গি নৌকা ও দুটি ছোট নৌকায় অবস্থান করছিল। সরকারি ও বেসরকারি দুটো জাহাজ পরিকল্পিত মিশনের আওতায় তাদের উদ্ধার করা হয়।
অবৈধভাবে অবস্থান নেয়া নৌকা সরানোর জন্য ত্রিপলিতে জাতিসংঘ কর্তৃক সমর্থিত আনুষ্ঠানিক কার্যক্রম চোরাকারবারীদের দারুণ চাপে ফেলে। ফলে এ বছরের জুলাই থেকে ইতালিতে অভিবাসন নেয়া লোকদের সংখ্যা দুই-তৃতীয়াংশ কমেছে।
ইতালি সরকার ওই নৌকাগুলোকে ফিরিয়ে নিতে লিবিয়াকে চাপ দিচ্ছে।
গত সপ্তাহে জাতিসংঘ আফ্রিকায় অমানবিকভাবে বন্ধি থাকা শরণার্থীদের লিবিয়া থেকে ইতালিতে আনার প্রক্রিয়া শুরু করে।
আপনার মন্তব্য