
স্টাফ রিপোর্টার
দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও খাদ্যে ভেজাল প্রতিরোধে শরীয়তপুর জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ভেদরগঞ্জ উপজেলার বালার বাজারের তাওহিদ বেকারীকে ৭ হাজার টাকা জরিমানা করেছেন।
এছাড়া অবৈধ প্রক্রিয়ায় খাদ্য উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রির অপরাধে আরও ২টি প্রতিষ্ঠানকে ২ হাজার ৫শ টাকা জরিমানা করা হয়েছে।
১৭ ফেব্রুয়ারী সোমবার সকালে বাজার মনিটরিং এর অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়।
এতে তাওহিদ বেকারীকে খাদ্যপণ্যে ক্ষতিকর রং, হাইড্রোজ, খোলা লবন ব্যবহারসহ বিভিন্ন অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ মোতাবেক ৭ হাজার টাকা জরিমানা করা হয়।
এ সময় বালার বাজারের ব্যবসায়ী সমিতির সভাপতি মোঃ শফিকুল ইসলামের উপস্থিতিতে বালার বাজারের সকল ব্যবসায়ীদেরকে আবশ্যিক ভাবে মূল্য তালিকা প্রদর্শন ও রাসায়নিকমুক্ত পণ্য বিক্রি করার নির্দেশনা প্রদান করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এর সহকারী পরিচালক সুজন কাজীর নেতৃত্বে পরিচালিত এই অভিযানে সার্বিক সহযোগিতা করেছেন জেলা মার্কেটিং কর্মকর্তা মোঃ ইউসুফ হোসেন এবং শরীয়তপুর জেলা পুলিশের একটি টিম।
এ ব্যাপারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এর সহকারী পরিচালক সুজন কাজী বলেন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও খাদ্যে ভেজাল প্রতিরোধে শরীয়তপুর জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ভেদরগঞ্জ উপজেলার বালার বাজারে একটি বাজার মনিটরিং অভিযান পরিচালনা করা হয়। সেই অভিযানে তাওহিদ বেকারীকে ৭ হাজার টাকা এবং অবৈধ প্রক্রিয়ায় খাদ্য উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রির অপরাধে আরও ২টি প্রতিষ্ঠানকে ২ হাজার ৫শ টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।
আপনার মন্তব্য