
ভেদরগঞ্জ প্রতিনিধি
ভেদরগঞ্জ উপজেলা পরিষদের আইন-শৃঙ্খলা বিষয়ক সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
২৯ নভেম্বর রবিবার বেলা ১০ টার দিকে উপজেলা শহীদ আক্কাস ও শহীদ মহিউদ্দিন সভা কক্ষে এ আইন-শৃঙ্খলা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় বাল্যবিবাহ, মাদক নিয়ন্ত্রণ সহ মাদক অভিযান অব্যাহত থাকবে বলে জানান উপজেলা নির্বাহী অফিসার।
এ সময় ভেদরগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান হুমায়ুন কবির মোল্লা, উপজেলা নির্বাহী অফিসার তানভীর আল নাসীফ, উপজেলা কৃষি কর্মকর্তা ফাতেমা বেগম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আকলিমা আক্তার লিপি, ভেদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাশেদুল ইসলাম সহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও মেম্বারগণ উপস্থিত ছিলেন।
আপনার মন্তব্য