
জান্নাতুল শাহানাজ
শরীয়তপুরের ভেদরগঞ্জে দিগন্ত (১৬) নামে দশম শ্রেণীর এক শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে ভেদরগঞ্জ থানার পুলিশ।
রবিবার রাত ৮টায় ভেদরগঞ্জ পৌরসভার ১নং ওয়ার্ডে অবস্থিত ভাড়া বাসা থেকে দিগন্তের লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় দিগন্তের বাবা সুবাস চন্দ্র মন্ডলকে গ্রেফতার করেছে পুলিশ।
দিগন্ত ভেদরগঞ্জ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের ১০ শ্রেণীর ছাত্র। তার বাবা সুবাস চন্দ্র মন্ডল। সে ভেদরগঞ্জ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের ডিএমএফ চিকিৎসক।
দিগন্তের পরিবার এবং পুলিশ সূত্র জানা যায়, দিগন্ত দীর্ঘ দিন যাবৎ শারীরিক ভাবে অসুস্থ্য ছিলেন। বেশ কয়েকবার তাকে ঢাকার বিভিন্ন হাসপাতালে চিকিৎসা করানো হয়েছে। কিন্তু কোন উন্নতি হয়নি। দিগন্ত শারীরিক অসুস্থ্যতার কারণে প্রায়ই বাসায় থাকতেন। রবিবার দিন দিগন্ত বাসায়ই ছিলেন। তাই তার মা তাকে বাসায় রেখে একটু হাটতে বের হন। এই সুযোগে দিগন্ত বাসায় ঝুলানো ফ্যানের সাথে কাপড় পেচিয়ে আত্মহত্যা করেন। দিগন্তের মা বাসায় এসে দেখেন দিগন্ত ফ্যানের সাথে ঝুলছে। তখন সে কান্নাকাটি শুরু করলে স্থানীয়রা লাশ নামিয়ে ভেদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় দিগন্তের সহপাঠিরা দিগন্তের পিতা সুবাস চন্দ্র মন্ডলকে গ্রেফতারের দাবীতে বিক্ষোভ মিছিল করেন।
তবে পুলিশ প্রাথমিক ভাবে ধারণা করছেন, এটি একটি আত্মহত্যা। মানষিক যন্ত্রনা সহ্য করতে না পেরে নিজেই গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
পুলিশ ময়না তদন্তের জন্য লাশটি শরীয়তপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
আপনার মন্তব্য