
শাকিল আহম্মেদ, ভেদরগঞ্জ
শরীয়তপুর-চাঁদপুর মহাসড়কের ভেদরগঞ্জ এলাকায় জিএস ট্রাভেল (ঢাকা মেট্রো-ব-১৫-৫৬২৯) নামে একটি যাত্রীবাহী বাস থেকে বস্তাভর্তি প্রায় ৪০ কেজি মা ইলিশ আটক করেছে স্থানীয় জনগন। বৃহস্পতিবার রাত ৯টার দিকে ডিএমখালী ইউনিয়নের কাশিমপুর এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় ঐ বাস ও স্টাফদের প্রায় ১ঘন্টা আটকে রাখে উত্তেজিত সাধারণ জনতা। আটকৃত মাছ গুলো চাঁদপুর জেলার নরসিংহপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ গিয়াসউদ্দিন মাদারীপুর নেয়ার জন্য তুলে দেন বলে জানিয়েছে বাসের সুপার ভাইজার জামাল মিয়া। এদিকে ঘটনার পর পরই বিষয়টি তদন্তের শুরু করেছে নৌ-পুলিশ চাঁদপুর জোনের কর্মকর্তা। শুক্রবার বিষয়টি তদন্তের জন্য ঘটনাস্থলে আসেন নৌ-পুলিশের এএসপি ইসমাইল হোসেন।
জিএস ট্রাভেলের সুপারভাইজার জামাল মিয়া বলেন, বৃহস্পতিবার সন্ধ্যায় চট্টগ্রাম থেকে খুলনার উদ্দেশ্যে ছেড়ে আসে জিএস ট্রাভেলের বাসটি। বাসটি চাঁদপুর-শরীয়তপুর ফেরীঘাট পারাপার কালে ফেরীটি মেঘনা নদীর মাঝখান আসলে স্পীডবোটযোগে এসে মাছগুলো মাদারীপুরে নেয়ার জন্য বাসে তুলে দেয় নরসিংহপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ গিয়াসউদ্দিন। এ সময় সুপারভাইজার মাছ নিতে অপরাগতা জানালেও ইনচার্জ গিয়াসউদ্দিন জোরপূর্বক মাছ তুলে দেন বলে অভিযোগ করেন জামাল।
স্থানীয় মেম্বার শরফুদ্দিন ঢালী ও অন্যান্যরা বলেন, মা ইলিশ বহনকারী জিএস ট্রাভেলের বাসটি কাশিমপুর এলাকায় আসলে স্থানীয় জনগন বাসটি গতিরোধ করে। এ সময় বাসের স্টাফরা জানায় মাছগুলো নরসিংহপুর পুলিশ ফাঁড়ির অফিসার গিয়াসউদ্দিন নামের এক ব্যাক্তির। পরে যাত্রীবাহী বাস হওয়ায় মাছগুলো এতিমখানায় বিতরণ করে বাসটি ছেড়ে দেন উপজেলা মৎস কর্মকর্তা মোঃ আব্দুস সামাদ।
আপনার মন্তব্য