স্টাফ রিপোর্টার
সরকারী ভাবে তেমন কোন সাহায্য সহযোগীতা না পেলেও মৎস্য অভিযান সফল করতে ব্যাপক সহযোগীতা করছে ভেদরগঞ্জের বিভিন্ন ইউনিয়নে দায়িত্বরত লিফরা। বেসরকারী সংস্থা থেকে নিয়োগ প্রাপ্ত এ সব লিফদের সহযোগীতায় ভেদরগঞ্জ উপজেলার মা ইলিশ রক্ষা এবং জাটকা নিধন বন্ধ অভিযান সফল ভাবে সম্পন্ন হচ্ছে। এ সব লিফদের তৎপরতায় প্রতিনিয়তই অবৈধ মৎস্য চালান আটক হচ্ছে উপজেলা প্রশাসনের হাতে। জানা গেছে, সখিপুর ইউনিয়নের লিফ শাহ আলম এবং ডিএম খালী ইউনিয়নের লিফ দুলাল মিয়া মৎস্য অভিযানকে সফল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তারা সকল বাঁধা উপেক্ষা করে প্রতিনিয়ত দুঃসাহসিক অভিযানে অংশ নিচ্ছেন। বিভিন্ন অবৈধ মৎস চালানের খবর গোপনে সংগ্রহ করে সে অনুযায়ী অভিযান পরিচালনা করতে সহায়তা করছে তারা। মৎস্য অভিযানে দুঃসাহসিক ভূমিকা রাখার ফলে এরা পেয়েছেন জেলার শ্রেষ্ঠ লিফের সম্মাননা। প্রতিদিন রাত জেগে গোপন সংবাদ সংগ্রহ করা, নৌকা আটক, মাছের গাড়ি আটক, জাটকার চালান আটক, জেলে আটকসহ অভিযান সংশ্লিষ্ট কার্যক্রমে অংশ নিয়ে থাকলেও সরকারের কাছ থেকে তেমন কোন সহযোগীতা তারা পাচ্ছেন না বলে জানিয়েছেন এই দুই লিফ। শাহআলম ও দুলাল মিয়া বলেন, আমরা দীর্ঘদিন ধরে অভিযান সফল করতে বিভিন্ন ভাবে মৎস্য অফিসকে সহযোগীতা করছি। মৎস্য অফিস থেকে সামান্য পরিমান খরচ পাই। তবে উপজেলা নির্বাহী অফিসারের কাছে যে প্রতিশ্রুতি দিয়েছি সে অনুযায়ী দায়িত্ব পালন করছি। ভেদরগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুস সামাদ বলেন, লিফরা আমাদের কাজে যথেষ্ট সহযোগীতা করে, আমরাও তাদের জন্য যথাসাধ্য সহযোগীতা করার চেষ্টা করি। এ বিষয়ে ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাব্বির আহমেদ বলেন, লিফদের বিষয়টি বিবেচনা করে সহযোগীতার চেষ্টা করবো।
ভেদরগঞ্জে লিফদের সহযোগীতায় সফল হচ্ছে জাটকা অভিযান
এপ্রিল ২৯, ২০১৮ , ১৯:২৯
আপনার মন্তব্য