
ভেদরগঞ্জ প্রতিনিধি
মা ইলিশ রক্ষা অভিযানের ১৮ দিনে শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলায় ৩শ ৮০ জেলেকে আটক করেছে মৎস বিভাগ। গত ৯ সেপ্টেম্বর থেকে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত পদ্মার বিভিন্ন পয়েন্টে দিন-রাত অভিযান চালিয়ে এসব জেলেদের আটক করা হয়। আটক জেলেদেরকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড এবং জরিমানা করা হয়েছে। এছাড়া ১১ লক্ষ মিটার নিষিদ্ধ কারেন্ট জাল, ২ হাজার ৮শ ৭২ কেজি মা ইলিশ, ৩০টি মাছ ধরা নৌকা ও ৫টি স্পীডবোট জব্দ করা হয়েছে। জব্দকৃত মাছগুলো বিভিন্ন এতিমখানায় ও অসহায়-দরিদ্র লোকজনের মাঝে বিতরণ করা হয়েছে।
ভেদরগঞ্জ উপজেলা মৎস কর্মকর্তা আব্দুস সামাদ বলেন, আমাদের মৎস বিভাগের তৎপরতায় এখানে সঠিকভাবে অভিযান পরিচালিত হয়েছে। অভিযানের আরো ৪দিন বাকি আছে। আশা করি শেষ সময় পর্যন্ত আমরা সঠিকভাবে এ অভিযান পরিচালনা করতে পারবো।
আপনার মন্তব্য